শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩২ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ লাখ টাকার লটারি জিতেও কানাকড়ি পাননি দিনমজুর সেলিম (ভিডিও)

মোহাম্মদ মাসুদ : বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত টিকেট পুড়িয়ে ফেলেছেন। এখন ভরসা কাছে থাকা টিকেটের ফটোকপি। ক্যান্সার নিরাময় হাসপাতাল লটারির রাজধানীর ঠিকানাতে গিয়েও এ নিয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে, ফোনে আয়োজক প্রতিনীধি জানিয়েছে, সময় পেরিয়ে যাওয়ায় টাকা দেয়া সম্ভব নয়। যমুনা টিভি

৭ বছর ধরে লটারির টিকেট কিনতেন ময়মনসিংহের ত্রিশালের লটারিপ্রেমী সেলিম মিয়া। আশা ছিলো লাখ টাকার স্বপ্ন একদিন হাতে এসে ধরা দেবে। তবে ভাগ্যদেবী শেষ পর্যন্ত মুখ ফিরে তাকায়নি।

সেলিম মিয়া জানান, তার অপেক্ষার অবসান ঘটে সবশেষ ক্যান্সার নিরাময় হাসপাতালের টিকিট সংগ্রহ করে। প্রথম পুরষ্কার ৩০ লাখ টাকার নম্বরটি মিলে যায় তার টিকেটের সাথে। তবে টাকা পাননি তিনি।

তিনি আরো জানান, বিক্রির সময় বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ভাগ্যটা পরীক্ষা করেন বলে টিকিট বিক্রি করেছে। কিন্তু একটি টাকাও পাইনি। টাকা পেতে অনেক চেষ্টা, তদবির করেও কোন কাজ হয়নি। চার মাস পেরিয়ে গেলে টাকা না পেয়ে রাগ, ক্ষোভে আগুনে পুড়িয়ে ছাই করেছেন স্বপ্নের সেই লটারির টিকিট।

লটারির টাকা না পেলেও এলাকায় তার নাম হয়েছেন লাখোপতি সেলিম। টাকার চিন্তায় কিছুটা হারিয়েছেন মানসিক ভারসাম্য। এ বিষয়টি জানতে লাটারির ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি কাউকে।

ক্যান্সার নিরাময় হাসপাতালের লটারি ২০১৯ আয়োজক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকি টেলিফোনে জানান, প্রথম পুরষ্কারের দাবি কেউ করেনি। সময় পেরিয়ে যাওয়ায় এখন আর টাকা দেয়ার সুযোগ নেই। সম্পাদানা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়