শিরোনাম

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটির ৩ হাজার ৫৬ কোটি টাকার বাজেট, মশা নিধনে ৪৯ কোটি টাকা

সুজিৎ নন্দী : আগামী বৃহষ্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। গত অর্থবছরের চেয়ে প্রায় ৫শ’ কোটি টাকা বাড়িয়ে ৩ হাজার ৫৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে মশক নিধন কার্যক্রম বাবদ প্রায় ৪৯ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ২১ কোটি টাকা। ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজেটে সরকারি ও বৈদেশিক উৎসের মধ্যে সরকারি মঞ্জুরি, সরকারি বিশেষ মঞ্জুরি থেকে, সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প থেকে প্রায় দুই হাজার ৭শ’ কোটি টাকা আয় ধরা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৫৬ কোটি টাকা।

বাজেটে জ্বালানিসহ মশক ওষুধের জন্য প্রায় ৩৫ কোটি টাকা, কচুরিপানা, আগাছা পরিষ্কার ও পরিচর্যার জন্য ২ কোটি এবং ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনের জন্য ৪ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে আয়ের খাত সম্পর্কে বলা হয়েছে, রাজস্ব আয়ের মধ্যে কর, বাজার সালামি, বাজার ভাড়া, ট্রেড লাইসেন্স, প্রমোদ কর, বিজ্ঞাপন কর, বাস-ট্রাক টার্মিনাল, কোরবানি উপলক্ষে অস্থাায়ী পশুর হাট থেকে ১০ কোটি টাকা, ইজারা (টয়লেট, পার্কিং, কাঁচাবাজার ইত্যাদি) বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা, রাস্তা খনন ফি, যন্ত্রপাতি ভাড়া, বিভিন্ন ফরম বিক্রি, কমিউনিটি সেন্টার ভাড়া, সম্পত্তি হস্তান্তর কর বাবদ প্রায় ১শ’ কোটি টাকা, ক্ষতিপ‚রণ বাবদ এক কোটি টাকা, পেট্রোল পাম্প বাবদ ৩ কোটি টাকা ও অন্যান্য (ভূমি, নাট্যমঞ্চ, ছিনম‚ল ও নগর ভবন ইত্যাদি) বাবদ প্রায় ২ কোটি টাকা আয় ধরা হয়েছে।

সম্পাদনা : সারোয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়