শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে অধিকার ক্ষুন্নের নোটিশ দেবেন রুমিন ফারহানা

শাহানুজ্জামান টিটু, শিমুল মাহমুদ ও সুজিৎ নন্দী : সম্প্রতি নিজের নামে পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করায় সমালোচনার মুখে পড়েন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমত এটা হলো রাষ্ট্রীয় সুবিধা, সরকারি সুবিধা না। রাষ্ট্র কর্তৃৃক প্রদত্ত। সুতরাং আমি কোনো অবৈধ সরকারের কাছে সুবিধা চাচ্ছি কথাটা সম্পূর্ণ ভুল। আগেও আমি বলেছি এ সরকার অবৈধ, এখনো বলেছি অবৈধ, ভবিষ্যতেও বলবো অবৈধ। তারা অবৈধ, তারা জনগণের ভোটে আসেনি।

রুমিন ফারহানা বলেন, অনেক মন্ত্রী ও এমপি প্লট চেয়ে আবেদন করেছেন। আমিও করেছি। এটি একটি রুটিন ওয়ার্ক। আমি জানি তারা আমাকে এক কাঠাও দেবে না। তবু আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি। কিন্তু আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরছে তারা। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার আবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। আমি সংসদে এর প্রতিকার চাইবো।

বিএনপির এই এমপি তার আবেদনপত্রে লিখেছেন, সরকার প্লট দিলে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন। এই নিয়ে সমালোচনার জবাবে রুমিন ফারহানা বলেন, আমি রাষ্ট্রের কাছে আবেদন করেছি। আবেদন এভাবেই করতে হয়। এটিই আবেদনের ভাষা।
তিনি বলেন, হলফনামায় যে ফ্ল্যাটের কথা উল্লেখ করা হয়েছে এটি আমার মায়ের নামে। আমার নানা আমার মাকে দিয়েছেন। মন্ত্রী-এমপি না হয়েও কেউ কেউ শুল্কমুক্ত গাড়ি পেয়ে গেছেন। আমি তো এক সুতা জমিও পাইনি। তার আগেই আমার চিঠি ভাইরাল হয়েছে। আমি কোনো অবৈধ কাজ করিনি।

এদিকে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্লট চেয়ে এমপি রুমিন ফারহানার করা একটি আবেদন তিনি পেয়েছেন। আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়