শিরোনাম
◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ভক্তের বাসায় গিয়ে চমকে দিলেন রণবীর

মুসফিরাহ হাবীব : বলিউড তারকাদের কারও সাথে তুলনা চলে না রণবীর সিংয়ের। রণবীর স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। ভক্তদের জন্য শুরু থেকেই তিনি নিবেদিতপ্রাণ। ভক্তদের উপহারও দেন। কিন্তু এবার যা করলেন তা একেবারে অন্যরকম। হঠাৎ করেই এক নারী ভক্তের বাড়িতে গিয়ে তাকে চমকেদিলেন রণবীর সিং।

সেই ভক্তের নাম কিরণ। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাড়ি। ডেকান ক্রনিকল জানায়, লন্ডনের সারেতে কিরণ নামের রণবীরের এক অন্ধ ভক্ত থাকে। রণবীরের এক পুরোনো ভক্ত তিনি। রণবীর যতবার লন্ডনে গিয়েছেন, তার সাথে কিরণ দেখা করেছেন। কিরণ এখন মা হতে চলেছেন। এ গুরুত্বপূর্ণ মুহূর্তকে উদ্যাপন করতেই রণবীর হঠাৎ তার বাসায় উপস্থিত হয়ে তাকে চমকে দেন। কিরণকে দেখতে যাওয়ার সিদ্ধান্তও রণবীর হঠাৎ করে নিয়েছেন। সঙ্গীদের এ ইচ্ছার কথা জানিয়ে ব্যবস্থা নিতে বলার পর ৪৫ মিনিটের মাথায় কিরণের বাড়িতে পৌঁছে যান রণবীর।

কিরণ টুইটারে লিখেছেন, “আমি রণবীরের গলা শুনেই চিনেছি। এক লাফে রান্নাঘরে গিয়ে লুকিয়েছি। আমার স্বামী দরজা খুলেছেন। তারপর রণবীর আমার কথা জানতে চাইলে আমার স্বামী বলে দেন আমি রান্নাঘরে।” কিরণকে বের করেন রণবীর সিংই রান্নাঘরে গিয়ে। কিরণ জানিয়েছেন, তিনি নাকি বিশ্বাস করতে পারছিলেন না। গায়ে চিমটি কেটেছেন স্বপ্ন না, সত্য তা বুঝতে।কিরণকে জড়িয়ে ধরে তার অনাগত শিশুর জন্য তাকে অভিনন্দন জানান এবং আশীর্বাদ করেন রণবীর।

রণবীর সিং এখন ‘এইটি থ্রি’ ছবির শুটিংয়ে যুক্তরাজ্যে আছেন। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের ওপর নির্মিত এ ছবি মুক্তি পাবে ২০২০ সালে। সম্পাদনা : রাশিদ/মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়