শিরোনাম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্র বা বিরিয়ানি তত্ত্ব খুঁজবেন না, বললেন ভিপি নুর (ভিডিও)

মুহাম্মদ ইলিয়াস হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে কালো দিবস। কালো দিবস পালন উপলক্ষে শুক্রবার দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলোচনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, ‌‌‘২০০৭ সালে ঘটনায় সেনাবাহিনী নয় সেদিন কর্তৃপক্ষের দায়িত্বের ঘাটতি ছিল। সেনাবাহিনী সবসময় সহায়তা করেছে। তবে ছাত্রদের ন্যায়সঙ্গত বক্তব্য নেয়নি কর্তৃপক্ষ। এঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।'

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর বলেন,‘২৩ আগস্ট আঘাত শুধুমাত্র ছাত্র-শিক্ষকের উপর আঘাত ছিল না, এটি ছিল এদেশের মুক্তিকামী-গণতন্ত্রকামী মানুষের উপর আঘাত।’

তিনি বলেন,‌‘২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ২০০৭ সালের মতো কিছু শিক্ষক তাদের বিবেকের তাড়না থেকে আমাদের পাশে দাঁড়িয়েছিল। তবে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও অনেক শিক্ষক শিক্ষার্থীদের পাশে দাঁড়ান নি। তারা আমাদের পাশে দাঁড়ানো সেই শিক্ষকদের পাশেও দাঁড়াননি। বরং তারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনৈতিক তকমা দিয়েছিল, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র হতে পারে না।’

নুরুল হক নুর ২০০৭ সালে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘যদি বিচার না করা হয় তবে এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে।’

তিনি বলেন,‘ আপনারা শিক্ষার্থীদের আন্দোলনের পাশে দাঁড়ান। যৌক্তিকভাবে সমাধান করুন। এখন আন্দোলন শুরুর আগেই একটি ট্যাগ দেয়ার চেষ্টা করা হয়। সেটি আমাদের জন্য খুবই একটা বাজে ইমেজ, খুবই বাজে প্রথা। শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্র বা বিরিয়ানি তত্ত্ব খুঁজবেন না। আপনারা শিক্ষার্থীদের কাছে যান। আপনারা তাদের অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে একটি আন্দোলন করেছে। শিক্ষার্থীদের বুঝাতে হবে যদি তাদের এই আন্দোলন ভুল হয়। কিন্তু আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সেই আন্দোলনে বিরিয়ানি তত্ত্ব উপস্থাপন করেন। বিরিয়ানি দিয়ে নাকি আন্দোলন করা হচ্ছে। কতটা হীন মন মানসিকতার শিক্ষক আমাদের এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে!’

https://www.facebook.com/348104995974983/videos/648243079017951/?v=648243079017951

  • সর্বশেষ
  • জনপ্রিয়