আবু সুফিয়ান : মাঝে মধ্যেই অভিনেতা-অভিনেত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সম্প্রতি যৌন হয়রানির শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী রূপান্বিতা দাস।
তিনি অভিযোগ করে বলেন, শুটিং থেকে ফিরে তিনি একটি ক্যাফেতে যাচ্ছিলেন। রাস্তায় আচমকাই কালো বাইকে চড়ে কয়েকজন যুবক এসে তার গোপনাঙ্গ ছুঁয়ে বেরিয়ে যায়। পরে ফের সেটি ঘুরে আসে। তখন তিনি রাস্তার মানুষজনকে ঘটনাটি বললে তারা পালিয়ে যায়। অভিযোগ জানাতে থানাতেও যান এই অভিনেত্রী।
পুলিশকে রূপান্বিতা দাস জানান, ওই বাইকের নম্বরের শেষ কয়েকটি সংখ্যা তিনি দেখতে পেয়েছেন। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, পুলিশ তাকে সহযোগিতা করেনি। কারণ প্রথমেই তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ওদের ফটো তুলতে পারলেন না? তারপর জিজ্ঞাসা করা হয়, আপনি গাড়ির পুরো নাম্বরটা দেখতে পেলেন না?
এই ঘটনার পর রূপান্বিতা ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে একটি ভিডিওয় গোটা ঘটনার বর্ণনা করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন, তার অভিযোগ জানানোর পর অনেকটা সময় পেরিয়ে গেলেও পুলিশ তাকে কোনো তথ্য জানায়নি।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।