শিরোনাম
◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ‘পেইড বাই বিএনপি’ কেউ আছে: ড. হাছান মাহমুদ ◈ গাজীপুরে যুবককে গুলি করে হত্যা ◈ বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র ◈ সংবাদপত্রকে জনগুরুত্বপূর্ণ শিল্প ঘোষণা ও কর কমানোর দাবি ◈ সচিব পদে পদোন্নতি ও রদবদল ◈ হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে কলকাতা ◈ নেতানিয়াহু ও সিনওয়ারার বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি আবেদনে ফ্রান্সের সমর্থন  ◈ বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া  ◈ বিএনপিসহ টিআইবির অপপ্রচারে ভোটার উপস্থিতি কমেছে: ওবায়দুল কাদের  ◈ কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ আগস্ট হামলার বিষয়টি শুধু আ.লীগ ও বিএনপি নয়, এটি ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে, বললেন মহিউদ্দিন আহমদ

হাপি আক্তার : রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, ২১ আগস্ট হামলার পেছনে খালেদা সরকারের প্রশ্রয় আছে এবং তাদের অংশও থাকতে পারে। এটিও আমরা ধরে নিতে পারি রাষ্ট্রীয় বড় বড় সংস্থাগুলোর প্রভাব ও অসাবধনতা ছাড়া এতো বড় ঘটনা ঘটা সম্ভব নয়। সুতরাং এই ঘটনাটি শুধু আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্পর্ক না, এটি একেবারেই ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। বিবিসি বাংলা ৭:০০

তিনি বলেন, ১৯৮৮ সালে এরশাদের আমলে শেখ হাসিনার ওপর চট্টগ্রামে আরেকটি হামলা হয়েছিলো। সে হামলায় ২৮ জন মারা গিয়েছিলো। রাজনৈতিক শমীকরণ এমন যে ঐ হামলার তেমন কোনো তদন্ত হয়নি, যেমনটি হয়েছে ২১ আগস্ট হামলার বিষয়ে হয়েছে।

২১ আগস্টে গ্রেনেড হামলার প্রভাব পড়েছে বলে উল্লেখ করে মহিউদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সাল থেকে দেশে এক ধরনের বিদলীয় রাজনীতির সূত্রপাত হয়েছিলো, তা মারাত্বকভাবে হোঁচট খেয়েছিলো ২০০৪ সালে। জনগণের সামনে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি হলো পরস্পরের বিকল্প। কিন্তু এই খুনাখুনির রাজনীতি এমন এক পর্যায়ে চলে গেছে যে, প্রতিপক্ষের রাজনীতি কেউ টলারেট করে না। তারই একটি প্রতিফলন দেখা গেছে ২১ আগস্টে।

তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে এখনও আওয়ামী লীগ নেতৃত্ব জিয়াউর রহমানকে দায়ী করে। যদিও অভিযোগপত্রে তার নাম ছিলো না। যেহেতু বিএনপির জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়, সেজন্য এখানে রাজনীতি কাজ করতে পারে। ১৫ আগস্ট শেখ হাসিনা তার পরিবারকে হারিয়ে কিছুটা মানিয়ে নিতে পারলেও ২১ আগস্টের বিষয়ে তিনি তা পারেননি।

তিনি আরো বলেন, ২১ আগস্ট হামলায় সুষ্ঠু তদন্ত হয়নি এবং তদন্তের মোড় ঘুড়িয়ে দেয়া হয়েছিলো জজ মিয়া নাটক সাজিয়ে। ২১ আগস্টের বিষয়ে বিএনপির ভবিষ্যৎ তারেক রহমান জড়িত হয়েছেন, তাই এর রিকনসেন্ট করা যাবে না। ফলে বিদলীয় রাজনীতি এবং প্রতিযোগিতামূলক অবস্থানে থাকার কথা আওয়ামী লীগ ও বিএনপির, সে ক্ষেত্রটি নষ্ট হয়ে গেছে।

মহিউদ্দিন আহমদ বলেন, ২১ আগস্ট হামলার বিষয়ে বিএনপির আমলে সঠিক তদন্ত হয়নি তা তাদের স্বীকার করা প্রয়োজন ছিলো। এটি স্বীকার করলে দোষের কিছু নেই। কারণ নানান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন। তাদের মধ্যে কারো না কারো গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে। সুতরাং বিএনপি দায় মুক্তি নিতে পারতো, কিন্তু তারা তা করেনি। আরেকটি বিষয় হলো আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। আমাদের দেশের রাজনীতিতে প্রতিপক্ষকে নানাভাবে নাজেহাল করার চেষ্টা করেন। যতোদিন আওয়ামী লীগ সরকার আছে ততো দিন বিএনপির ওপর আওয়ামী লীগের অভিযোটি থাকবে। আওয়ামী লীগের আমলে ২১ আগস্ট হামলার একটি তদন্ত ও বিচার হয়েছে। কিন্তু বিএনপির কাছে তা গ্রহণযোগ্য হয়নি। সুতরাং আওয়ামী লীগ যদি সঠিক তদন্ত ও বিচার করতে পারতো তাহলে হয়তো সকলের কাছে গ্রহণযোগ্য হতো। সম্পদনা : রাজু আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়