শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে ঢাকা মেডিকেল ও অ্যাপোলো হাসপাতালে আরো দুইজনের মৃত্যু

মহসীন কবির : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাহমুন সিরাজ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উত্তরার মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। আজ সকালে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শাহমুন সিরাজের মৃত্যুর বিষয়টি তার স্বজনরা নিশ্চিত করেছেন। তারা জানান, শাহমুনকে গত ১৮ তারিখে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৯শে আগস্ট থেকে তাকে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করা হয়।

শাহমুন সিরাজের বাবার নাম মামুন সিরাজ। দুই সন্তানের জনক মামুন সিরাজ রাজধানীর উত্তরার বাসিন্দা। বড় ছেলে শাহমুন সিরাজ উত্তরার মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোছা. নাইনা (২৭) নামে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছেন ১১৫ জন। আর আগের ভর্তি রোগী থেকে ১৩৪ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে ৫২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ‘আর বুধবার হাসপাতালে ভর্তি নাইনা নামে এক নারীর মৃত্যু হয়েছে।’ ব্রি জে নাসির উদ্দিন বলেন, একটু একটু করে ডেঙ্গু রোগে আক্রান্তদের ভর্তি হওয়ার সংখ্যা কমছে। সেই সঙ্গে গুরুতর ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। তাদের সর্বাত্তক চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

 

সম্পাদনা : রাশিদ ও মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়