শিরোনাম
◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্র মন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ও ভারত-কাশ্মীর

আফরোজা সোমা : কাশ্মীরের ভালো কাশ্মীরের চেয়ে যখন ভারত বেশি বোঝে তখন সেটা সমস্যা। ‘ইস্ট পাকিস্তান’-এর ভালোটাও পাকিরা একটু বেশি বুঝে গিয়েছিলো। জনগণের চেয়ে রাষ্ট্রপরিচালকেরাই অনেক সময় জনগণের ভালোটা বেশি বুঝে ফেলে। যেমন স্ট্যালিন বুঝেছিলেন। এরশাদ বুঝেছিলেন। অনেক সময় স্বামী-স্ত্রী ও প্রেমিক- প্রেমিকার সম্পর্কগুলোও ভারত-কাশ্মীর এবং নেতা ও জনতার মতন হয়ে যায়। স্বামী ও প্রেমিকরা অনেক সময়ই স্ত্রী ও প্রেমিকার ভালোটা নিজে-নিজে বেশি বুঝে ফেলে। এই বেশি বোঝার ‘বাড়াবাড়িটা’ নিয়ে বললেও বেশি বুঝনেওয়ালারা সেটা পাত্তা দেয় না।

তাদের এবিউসিভ রিলেশানশিপটা বা প্রেম/সম্পর্ক/ভালোবাসার নামে নিয়ন্ত্রণ করার/আধিপত্য বজায় রাখার/বন্দী করে রাখার এবং যাঁতির নিচে পিষে মারার ধরণটা তাদের চোখে পড়ে না। কিন্তু ভারত ও কাশ্মীরের এবিউসিভ রিলেশানশিপটা তারা বুঝতে পারে। এই বঙ্গ ভান্ডারের বিবিধ রতনদের যখন দেখবেন তারা কাশ্মীর বোঝে, স্ট্যালিন ও এরশাদ বোঝে কিন্তু নিজের মোদীগিরি বোঝে না তখন বুঝবেন সে জেগে ঘুমায়। তার সাথে হৃদয়ের সম্পর্ক পরিত্যাগই শ্রেয়। আপনার স্বামী বা প্রেমিক যদি ভারতের মতন হয় তবে কাশ্মীরের মতন আযাদীই আপনার একমাত্র পথ।নির্বাচিত মন্তব্য : মোহাম্মেদ শাহবাব হাবীব খান- জনগণের ভালো জনপ্রতিনিধি বা সরকার জনগণের চেয়ে ভালো বুঝবেন বলেই তো আমরা তাদের নির্বাচিত করি, তাই না! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়