শিরোনাম
◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে মদ্যপ ভাইকে হত্যা করে বাংলাদেশির আত্মহত্যা!

ইসমাইল স্বপন, ইতালি প্রতিনিধি : ইতালির মিলান শহরে বাজ্জিও এলাকায় রোববার সকালে ঝগড়াঝাটিতে বাংলাদেশী দুভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করেছে ইতালিয়ান পুলিশ। পুলিশের ধারণা, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুল হাই( ৪১)মারা যান। এতে ছোট ভাই জমির উদ্দিন (৩৮) অনুশোচিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ধারণা করা হচ্ছে, ছোট ভাই মদ্যপানে প্রায়শই লিপ্ত থাকতেন। বড় ভাই বার বার নিষেধ করা সত্ত্বেও সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে তর্কাতর্কি এক পর্যায়ে হত্যাকাণ্ডে রূপ নেয়। ইতালির জনপ্রিয় দৈনিক প্রত্রিকা Corriere della sera সহ অনেকগুলো পত্রিকা ঘটনাটি প্রকাশ করেছে।

রোববার সকাল ১০টা ২০ মিনিটে পাশের বিল্ডিং থেকে শ্রিলংকান প্রতিবেশি জানালা দিয়ে লক্ষ্য করেন, একজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক তিনি ১১২ জরুরি বিভাগে ফোন করে বিষয়টি অবহিত করেন এবং অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে মেঝেতে পড়ে থাকা মৃতদেহটি রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে। পরে বারান্দায় ঝুলন্ত অপর মৃতদেহটি উদ্ধার করে। বারান্দার সামনের বাগান থেকে একটি বড় আকরের রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশী জানান, কয়েক মাস আগে তাদের আরেক ভাই (তৃতীয়) মিলানের সানজোভান্নি এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যান। এরপর থেকেই দু'ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো এবং দ্বিতীয় ভাইটি মধ্যপানসহ অন্যান্য বাজে চলতে থাকে । ঘটনার রাত প্রায় ২টা ৩০মিনিটে অনেক শব্দ শোনা যায় রুমে। চিৎকার শোরগোল, এরপর নীরব, নিশ্চুপ।

বড় ভাই মিলান শহরে সাপ্তাহিক খোলা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তবে বাংলাদেশী দুভাইয়ের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়