শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাষ্মীরের জনগণ সব ভারতীয় নাগরিকের মতো সমান অধিকার ভোগ করবে, বললেন প্রেসিডেন্ট কোবিন্দ

সাইফুর রহমান: স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বলেন,লাদাখসহ জম্মু ও কাষ্মীরের সাম্প্রতিক পরিবর্তন এই অঞ্চলের মানুষের জন্য বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই পরিবর্তনের দেশের সব নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত করবে বলেও দাবি করেন তিনি। ইয়ন

সম্প্রতি ভারতের পার্লামেন্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাষ্মীরকে আলাদা করে কেন্দ্রশাসিত দু’টি বিশেষ রাজ্যে পরিনত করার বিল পাশ করে যেখানে জম্মু ও কাষ্মীরের জন্য আইনসভার বিধান রাখা হলেও লাদাখের জন্য রাখা হয়নি। পূনর্গঠন বিল নামে পরিচিত বিলটি পার্লামেন্টের দুই কক্ষেই পাশ হওয়ার পর প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করেন।

প্রেসিডেন্ট বলেন, সরকার দেশের নাগরিকদের মৌলিক অধিকার,আইনের শাসন,তথ্য অধিকার,সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা এবং চাকুরির নিশ্চয়তাসহ সার্বিক উন্নয়নের লক্ষে কাজ করছে। এছাড়া,তিন তালাকের মত অসম প্রথা বাতিল করে আমাদের মেয়েদের প্রতি সুবিচার নিশ্চিত করা হয়েছে।

শিখ ধর্মগুরু নানক শাহী এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনের জন্য চলতি বছরটিকে বিশেষ গুরুত্বপূর্ন বলে উল্লেখ করে তিনি বলেন,স্বাধীন জাতি হিসেবে আমরা ৭২ বছর পার করেছি। জাতির মুক্তি আন্দোলনে জাতির পিতা অন্যতম পথপ্রদর্শক এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির উন্নয়নে গান্ধীর দর্শনকে কাজে লাগাচ্ছেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট।

১৭তম জাতীয় নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য নাগরিকদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা মুক্তিযোদ্ধা এবং বিপ্লবীদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়