সালেহ্ বিপ্লব : স্বাস্থ্য, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং আরো কিছু বিষয় বিবেচনা করে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। এই পণ্যতালিকায় রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, ভিডিও গেমের কনসোল, খেলনা, কম্পিউটার মনিটর, জুতা এবং পোশাক। বিবিসি, ইউএসটিআর
গত ১৭মে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ১ আগস্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ১ সেপ্টেম্বর থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) অফিস আজ এক ঘোষণায় জানায়, কিছু পণ্যের ওপর নতুন শুল্ক ১ সেপ্টেম্বর থেকে কার্কর হবে না। সাড়ে তিন মাস সময় বাড়িয়ে ওই পণ্যগুলোর ওপর নয়া শুল্ক আরোপের তারিখ ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, বড়দিনের কেনাকাটায় যাতে বিঘ্ন না ঘটে, সে কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এই ঘোষণায় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ওয়াল স্ট্রিটের প্রধান তিনটি সূচক বেড়ে গেছে দুই শতাংশের বেশি। প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
জানা গেছে, চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হি ফোনে কথা বলেন মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে। এর পরপরই কিছু পণ্যের ওপর শুল্কারোপ বিলম্বিত করার ঘোষণা দেয় ইউএসটিআর।