আহমেদ শাহেদ : এখনও ভারতের কক্ষপথেই রয়েছে চন্দ্রযান ২ । আগামী ২০শে আগস্ট মহাকাশ যানটি চাঁদের কক্ষপথে পাড়ি দেবে। এরও ১৮ দিনের মাথায় সেটি চাঁদের মাটি স্পর্শ করবে। সোমবার আমেদাবাদে এক অনুষ্ঠানে এ কথা জানান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) প্রধান কে শিবম। এনডিটিভি বাংলা
২২ জুলাই ভারতের মাটি ছেড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান ২। আইএসআরও প্রধান জানান, এখনও পর্যন্ত পরিকল্পনামাফিকই সবকিছু এগোচ্ছে। চন্দ্রযান ২ এর পৃথিবীর কক্ষপথ অতিক্রমের পরের ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই পাঁচটি পদক্ষেপ করা হয়েছে। যার সাহায্যে চন্দ্রযান ২ পৃথিবীর কক্ষপতেই আপাতত চারদিকে ঘুরপাক খেতে পারছে।
ডঃ শিবম বলেন, ‘আগামী ১৪ই আগস্ট ভোর সাড়ে তিনটের সময় ট্রান্স লুনার ইনজেক্ট করা হবে, পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের দিকে পাড়ি দেবে ফলে চন্দ্রযান ২।'
ভারতীয় এই মহাকাশযানটির সব সিস্টেম বর্তমানে ভালো করে কাজ করছে। সংস্থার বিজ্ঞানীরা আসন্ন ডিসেম্বর মাসে ব্যস্ত থাকবেন। কারণ ওই সময় বেশ কয়েকটি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।
গত ৩ আগস্টই পৃথিবীর চতুর্থ কক্ষপথে পৌঁছেছিলো চন্দ্রযান ২। সেখান থেকে তোলা চারটি ছবি প্রকাশ করেছে আইএসআরও। তারা জানায়, ছবিতে নীলাভ সবুজ গোলাকার পৃথিবীর যেটুকু অংশ দেখা যাচ্ছে, তার ডানদিকটা আটলান্টিক মহাসাগর, বাঁ দিকে প্রশান্ত মহাসাগর৷ দুই সমুদ্রের মাঝবরাবর উত্তর আমেরিকার জঙ্গলঘেরা অংশ৷
২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে দুপুর ২.৪৩ মিনিটে বিশাল আকৃতির এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। তার এক সপ্তাহ আগে এটি মহাকাশে উৎক্ষেপণ করার কথা ছিলো। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ৫৬ মিনিট আগে যাত্রা স্থগিত করা হয়।
সম্পাদনা : সালেহ্ বিপ্লব