শিরোনাম
◈ খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত মেলেনি’: চিকিৎসক ◈ সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা নিরাপদ? ◈ প্রস্তাবিত নতুন ২ বিভাগে যেসব জেলা থাকছে ◈ ইউনুস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন তাহলে স্যারেরও পতন আসন্ন: নাসিরুদ্দিন পাটোয়ারী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দলের সাবেক ক্রিকেটারের কাছ থেকেই ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক এক ক্রিকেটার। কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে উইনিপেগ হকসের হয়ে খেলছেন আকমল। সেখানে তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট এবং ৪১ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান মনসুর আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিভাগকে আকমল নিজেই এ কথা জানিয়েছেন।

পিসিবির সূত্র মারফত সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে গ্লোবাল টি-টুয়েন্টি লিগের আয়োজক ও পিসিবিকে এ কথা জানান আকমল। মনসুর আখতার উইনিপেগ হকস ম্যানেজমেন্টের অংশ ছিলেন। টেস্টে সেঞ্চুরির মুখ দেখা মনসুর একসময় পাকিস্তান ক্রিকেটে প্রতিশ্রæতিশীল ব্যাটসম্যান ছিলেন। ১৯৭৭ সালে ওয়াহেদ মির্জার সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৫৬১ রান তোলার রেকর্ডও গড়েছিলেন মনসুর, যা টিকে আছে আজও। সাবেক এ ক্রিকেটারই গ্লোবাল টি-টুয়েন্টি লিগে আকমলকে কয়েকটি ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন। আকমল এ নিয়ে অভিযোগ করায় বিষয়টি জানাজানি হওয়ার পর মনসুরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সংবাদমাধ্যম।

পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাননি আকমল। জাতীয় দলে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। মিডল অর্ডার এ ব্যাটসম্যান এর আগে বেশ কয়েকবার ম্যাচ পাতানো বিতর্কে জড়িয়েছেন। এর আগে একবার এক টিভি চ্যানেলকে বলেছিলেন, ২০১৫ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। এ ছাড়া হংকং সুপার সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও নাকি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন আকমল। সবশেষ গ্লোবাল টি-টুয়েন্টি লিগের ঘটনাটি তদন্ত করছে আইসিসিও। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়