শিরোনাম
◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবেয়া রোকেয়ার সফল অস্ত্রপচার সম্পন্ন

ডিডিমুন ও ইসমাঈল ইমু : জোড়া লাগানো মাথা নিয়ে জন্ম নেয়া জমজ বাচ্চা রাবেয়া ও রোকেয়ার অপারেশন শুক্রবার সকাল সাড়ে ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে সাফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১ আগস্ট রাত ১টায় মাথা জোড়া লাগানো জমজ বাচ্চাদের পৃথকীকরণের জটিল অপারেশনটি সিএমএইচয়ে শুরু হয়। এই অপারেশনটি সম্পন্ন করতে ৩৩ ঘন্টা সময় লাগে। আন্ত :বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সহৃদয়তায় পাবনার চাটমোহর এর রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির তিন বছর পনের দিন বয়সের এই দুই বাচ্চা ২০১৭ সাল থেকেই সামগ্রিক সহায়তা পেয়ে আসছিলো। হাংগেরি সরকারের মাধ্যমে অ্যাকশন ফর ডিফে›সলেস পিপল নামক সংগঠনও সক্রিয় সহায়তা প্রদান করেছেন। শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক সামন্ত লাল সেন বিষয়টির সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন।

ইতিপূর্বে প্রাণবন্ত বাচ্চা দুটির দু-স্তরে এন্ডোভাস্কুলার সার্জারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪৮টি ছোট বড় অপারেশন হাংগেরিতে সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের সবচাইতে জটিল অংশটি জমজ মস্তিষ্ক আলাদা করণের কাজটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন হয়। এই অস্ত্রোপচারে হাংগেরি বিশেষজ্ঞদের সাথে সিএমএইচ এর নিউরো এ্যানেসথেসিওলজিস্টদের তত্ত্বাবধানে, নিউরো ও প্লাষ্টিক সার্জনগণসহ ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সাই›স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের প্রায় শতাধিক সার্জন ও এ্যানেসথেসিওলজিস্ট এই জটিল অপারেশনে অংশগ্রহণ করেন।

এধরণের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এরকম অস্ত্রোপচার এটিই প্রথম। এই অপারেশনটি বাংলাদেশে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পেল। এ ধরণের চিকিৎসা সহায়তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও হাংগেরির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, এধরণের অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের হার খুব বেশি নয়। অপারেশনের পর রাবেয়া এবং রোকেয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু এধরণের অস্ত্রোপচারে সর্বদাই অপারেশন পরবর্তী ঝুঁকি এবং জটিলতা অত্যন্ত বেশি। সমগ্র দেশবাসীর কাছে রাবেয়া এবং রোকেয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়