শিরোনাম
◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১০:১৪ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসন ক্যাডারের সাথে ইকোনমিক ক্যাডার একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের তাগিদ

আসাদুজ্জামান সম্রাট : বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাথে বিসিএস (ইকোনমিক) ক্যাডারের একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পাদন করার সুপারিশ করেছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে আনুষ্ঠিত মিটির ৩য় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ,স,ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ এবং বেগম ফেরদৌসী ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সংসদ সদস্যগণের জন্য সার্ক ভিসা স্টিকারের মেয়াদ ০১বছর থেকে বৃদ্ধি করে ০৫ বছর করার সুপারিশ করা হয়।

কমিটি বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি জট ও বৈষম্য নিরসনে ‘সুপারনিউমারারি পদ’ অস্থায়ীভাবে সৃজন করার মাধ্যমে সমাধান করার সুপারিশ করে। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং কাজের গুণগতমান বৃদ্ধিকল্পে সরকারি কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়। কমিটিতে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ভূমি মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে ভূমি ম্যাপ ও জরিপসমূহ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে সম্পাদন করার সুপারিশ করা হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ জনপ্রশাসন, ভূমি ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়