শিরোনাম
◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যায় সুইপার কলোনির ২শ’ পরিবার মানবেতর জীবন-যাপন করছে

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌর এলাকার জেলাসদর ১ নং ওয়ার্ডের সরকারি সুইপার কলোনিতে বন্যার কারণে প্রায় ২শ’ পরিবার মানবেতর জীবন-যাপন করছে। লৌহজং নদীর পানি বৃদ্ধির কারণে এ কলোনিটি বন্যায় কবলিত হয়েছে। সুইপার কলোনিটি জেলা সদরে হওয়া সত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ তৎপরতা কিংবা সরকারি সহযোগিতা দেয়া হয়নি। এ কলোনির যাতায়াতের একমাত্র কাঠের সেতুটি বন্যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হরি রবি দাস (৬০) গবাদি পশু কোলে নিয়ে উঁচু জায়গায় আসছে। ছোট বাচ্চা ও গৃহিনীরা বন্যার পানিতে গোসলসহ নিত্যনৈমিত্তিক কাজ সেরে নিচ্ছে। জানা গেছে, প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য কলোনির লোকদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হয়। নেই বিশুদ্ধ পানির সরবরাহ। সবচেয়ে সমস্যার মধ্যে আছে শিশু ও বৃদ্ধরা।

বাসিন্দা বিশ্বজিৎ রবি দাস জানান, ঘরে পানি ওঠায় গবাদি পশুসহ একত্রে বাঁধের উপর দিন কাটাচ্ছি। আমরা নিম্নবর্ণের মানুষ হওয়ায় জেলা সদরে অবস্থান করা সত্বেও কোনো প্রকার সাহায্য পাচ্ছি না।

সুইপার কলোনির সাধারণ সম্পাদক বাবু লাল বলেন, কলোনি নদী পাড়ে হওয়ায় পানি বৃদ্ধির সাথে সাথে বন্যায় আক্রান্ত হয়েছে। এতে কলোনির প্রায় ২শ পরিবার মানবেতর জীবন-যাপন করছে। সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা করা। বন্যার পানি নামার সাথে সাথে পাড় ভেঙে আমাদের বসতভিটা হুমকির মুখে পড়বে। তিনি দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ফেরদৌস হাসান নোমান বলেন, বিষয়টি নিয়ে মেয়রের সাথে আলাপ-আলোচনা করেছি। যত দ্রুত সম্ভব ত্রাণ সহযোগিতা ও বন্যার পানি নেমে গেলে নতুন করে সেতু করে দেওয়া হবে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়