শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যায় সুইপার কলোনির ২শ’ পরিবার মানবেতর জীবন-যাপন করছে

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌর এলাকার জেলাসদর ১ নং ওয়ার্ডের সরকারি সুইপার কলোনিতে বন্যার কারণে প্রায় ২শ’ পরিবার মানবেতর জীবন-যাপন করছে। লৌহজং নদীর পানি বৃদ্ধির কারণে এ কলোনিটি বন্যায় কবলিত হয়েছে। সুইপার কলোনিটি জেলা সদরে হওয়া সত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ তৎপরতা কিংবা সরকারি সহযোগিতা দেয়া হয়নি। এ কলোনির যাতায়াতের একমাত্র কাঠের সেতুটি বন্যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হরি রবি দাস (৬০) গবাদি পশু কোলে নিয়ে উঁচু জায়গায় আসছে। ছোট বাচ্চা ও গৃহিনীরা বন্যার পানিতে গোসলসহ নিত্যনৈমিত্তিক কাজ সেরে নিচ্ছে। জানা গেছে, প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য কলোনির লোকদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হয়। নেই বিশুদ্ধ পানির সরবরাহ। সবচেয়ে সমস্যার মধ্যে আছে শিশু ও বৃদ্ধরা।

বাসিন্দা বিশ্বজিৎ রবি দাস জানান, ঘরে পানি ওঠায় গবাদি পশুসহ একত্রে বাঁধের উপর দিন কাটাচ্ছি। আমরা নিম্নবর্ণের মানুষ হওয়ায় জেলা সদরে অবস্থান করা সত্বেও কোনো প্রকার সাহায্য পাচ্ছি না।

সুইপার কলোনির সাধারণ সম্পাদক বাবু লাল বলেন, কলোনি নদী পাড়ে হওয়ায় পানি বৃদ্ধির সাথে সাথে বন্যায় আক্রান্ত হয়েছে। এতে কলোনির প্রায় ২শ পরিবার মানবেতর জীবন-যাপন করছে। সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা করা। বন্যার পানি নামার সাথে সাথে পাড় ভেঙে আমাদের বসতভিটা হুমকির মুখে পড়বে। তিনি দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ফেরদৌস হাসান নোমান বলেন, বিষয়টি নিয়ে মেয়রের সাথে আলাপ-আলোচনা করেছি। যত দ্রুত সম্ভব ত্রাণ সহযোগিতা ও বন্যার পানি নেমে গেলে নতুন করে সেতু করে দেওয়া হবে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়