শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতৃকালীন ভাতাপ্রাপ্ত মায়েদের সংখ্যা বেড়েছে

সালেহ্ বিপ্লব : সরকারের কাছ থেকে মাতৃত্বকালীন ও প্রসবোত্তর ভাতাপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে। সদ্যসমাপ্ত অর্থবছরে এই সংখ্যা ১০ লাখ ৪৫ হাজারে উন্নীত হয়েছে। এর আগের অর্থ বছরে ২০১৮-১৯ অর্থ বছরে এই সংখ্যা ছিল সাড়ে ৯ লাখ। সমাজে অসহায় ও  দুঃস্থ পরিবারের নারীদের সহায়তার উদ্দেশ্যে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ভাতা দেয়া হয়। বাসস

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তিন বছরের জন্য এই সহায়তা দেয়া হবে এবং প্রত্যেক মা প্রতি মাসে ৮শ’ টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি বর্তমান সরকারের অন্যতম বৃহৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেনট (ভিজিডি)। এই কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার অসহায় দরিদ্র, নির্যাতিত, স্বামীপরিত্যক্ত এবং তালাকপ্রাপ্ত নারীর প্রত্যেকে দু’বছরের জন্য ৩০ কেজি করে চাল দেয়া হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ১৯৯৬-৯৭ অর্থবছরে ভিজিডি কর্মসূচী চালু করে এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পযর্ন্ত প্রতি দু’বছর মেয়াদি প্রায় ৭১ লাখ নারী সুবিধা ভোগিকে সরকার ৩০ কেজি করে চাল দিয়েছে। সমাজে ছিন্নমূল, অসহায় এবং গর্ভবতী নারীদের সহায়তা দিতে ১৯৯৬-৯৭ অর্থ বছরে ভিজিডি কর্মসূচী চালু করা হয়। নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিন ২০১০-১১ অর্থবছরের পর থেকে মাতৃত্বকালীন ভাতা এবং প্রসবোত্তর মাতৃত্ব ভাতা চালু করা হয়। সরকার ইলেক্ট্রনিক পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। এর ফলে সারাদেশে দরিদ্র মায়েরা খুব সহজেই মাতৃত্বকালিন ভাতা পাচ্ছে। ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম সরকারের সামাজিক নিরপত্তা নেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এই কর্মসূচীর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ অর্জনে সহায়ক হবে।

২০১৮-১৯ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য সরকার ৬৪.১৭৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ জিডিপির ২.৫৩ শতাংশ এবং মোট বাজেটের ১৩.৮১ শতাংশ। সরকার ২০১৭-১৮ অর্থবছরে এই কর্মসূচীর জন্য ৪৮,৫২৪ কোটি টাকা বরাদ্দ রেখেছিল এবং তা ছিল জিডিপি’র ১৩.০৬ শতাংশ।

সরকার ২০১৮-১৯ অর্থ বছরে মাতৃত্ব ভাতার জন্য ৬৯৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলো। ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৩৮০ কোটি টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরে ৩১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।

সরকার ২০১৯-২০ অর্থ বছরে নারী উন্নয়নের জন্য ১ লাখ ৬১ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা মোট বাজেটের যথাক্রমে ৩০.৮২ শতাংশ এবং জিডিপির ৫.৫৬ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়