শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, আজ থেকে মাঠে নামছে বিএনপি

আহমেদ শাহেদ : খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাঠে সোচ্চার হচ্ছে বিএনপি। আজ বরিশাল বিভাগীয় সদরে জনসভার মধ্য দিয়ে শুরু করে ঈদের আগেই ঢাকার বাইরের সব বিভাগে জনসভা করবে দলটি। সবশেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে রাজপথের পরবর্তী কর্মসূচী ঘোষণা করতে চায় বিএনপি। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের এক বছর পর ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে টানা ৯২ দিন অবরোধ কর্মসূচী পালন করে বিএনপি। এ আন্দোলন চলাকালে পেট্রোলবোমা নিক্ষেপসহ বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পেট্রোলবোমার আগুনে পুড়ে মারা যায় দেড় শতাধিক মানুষ। আগুনে যানবাহন পুড়িয়ে ফেলা হয় কয়েক হাজার। এছাড়াও সরকারী স্থাপনাসহ কিছু স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। আন্দোলন করতে গিয়ে এসব নেতিবাচক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় দেশ-বিদেশে বিএনপির রাজনীতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তাই এর পর থেকে বিএনপি আর রাজপথের কোন আন্দোলন কর্মসূচী পালন করতে পারেনি। এমনকি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পরও দলটি রাজপথে আন্দোলনে নামতে পারেনি।

গতবছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর এ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে রাজপথে আন্দোলন কর্মসূচী পালনের চেষ্টা করলেও তৃণমূল নেতাকর্মীদের সায় না থাকাসহ বিভিন্ন কারণে আর মাঠে নামতে পারেনি তারা। তবে দীর্ঘদিনের চেষ্টার পর সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আজ বৃহস্পতিবার থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সদরে জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও স্কাইপিতে সংযুক্ত ছিলেন। তিনিও সব বিভাগীয় সদরে সমাবেশ করার পক্ষে মত দেন।

বিএনপি কার্যালয় সূত্রে জানা যায়, এবার বিভাগীয় সদরে জনসভা সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য তৃণমূল পর্যায়ে প্রস্তুতি কমিটিও করে দেয়া হয়েছে। লন্ডন থেকে তারেক রহমানও বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে জনসভা সফল করার আহ্বান জানাচ্ছেন। বিএনপি আশা করছে অনেক দিন পরে হলেও এবারের জনসভাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ১৮ জুলাই, বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় সদরে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জনসভা করছে বিএনপি। এর পর ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনায় জনসভা করবে। এসব জনসভায় বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এ তিনটি জনসভা শেষ করে অন্য বিভাগে জনসভার তারিখ ঘোষণা করা হবে বলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন বিভাগে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করতে চায়, তবে সরকারী দলের লোকের উস্কানিমূলক কথা বলে জনসভা বন্ধ করে দিতে চায়। সংশ্লিষ্ট বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় জনসভা সফল করতে প্রস্তুতি সভা করা হচ্ছে। এই শান্তিপূর্ণ জনসভায় যোগ দিতে মানুষের আগ্রহের কোন কমতি নেই।

২৩ তৃণমূল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি ॥ ২৩ তৃণমূল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়াসহ বিভিন্ন কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা বিএনপির সাবেক পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদক কোহিনুর আক্তার, বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপি নেতা এহসানুল বাশার, তাহমিনা আকতার বানু, কাহালু উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মমতা আরজু কবিতা, শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলেখা বেগম, বগুড়া সদর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম গফুর, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী বেগম, সোনাতলা উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রঞ্জনা খান, সোনাতলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রিপন, বগুড়া জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলম, শাহজাহানপুর উপজেলা মহিলা দল নেত্রী রহিমা খাতুন মেরী, গাবতলী উপজেলা বিএনপি নেতা শিমুল সরকার, সোনাতলা উপজেলা মহিলা দল নেতা খালেদা আক্তার, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলেকজান্ডার, আলিমুদ্দিন হারুন, কাহালু থানা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন, রাজশাহীর চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ কায়েম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপি নেতা বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলার মহিলা দল নেতা রেশমাতুল আরজ রেখা, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি সাহিদা আক্তার সেপু এবং নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়