শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ১১:০২ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খড়িবিলায় প্রতিবন্ধীকে হয়রানির অভিযোগ

শেখ ফরিদ আহমেদ ময়না,সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের খড়িবিলায় প্রতিবন্ধী ভ্যান চালককে খুন জখম ও মিথ্যা মাদক মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরসভার খড়িবিলা এলাকার আখের আলীর প্রতিবন্ধী পুত্র আব্দুল হক।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন অসহায় প্রতিবন্ধী। কার্ড নং-১৯৭৩৩২৭৭৬৯৩৩৮২-০২। আমি কোনোরকমে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। পলাশপোল মৌজায় ৪৩১১, ৪৩১২, ৪৩১৩ দাগে ক্রয় সূত্রে সাড়ে ১৪ শতক সম্পত্তির মালিক আমি। কিন্তু স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, খড়িয়াবিলা এলাকার মারজেন আলীর পুত্র আবুল কাশেমের নেতৃত্বে খড়িবিলা এলাকার মৃত. রাজাউল্লাহর পুত্র জাম্মাদ আলী, মৃত. মফেজ উদ্দীন সরদারের পুত্র আকছেদ আলী, জাহান আলীর পুত্র একাধিক অস্ত্র মামলার আসামি মাদক সেবী সুজিবার রহমান গং আমার ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। কিন্তু দখলে ব্যর্থ হয়ে আমাকে খুন, জখমসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি এবং প্রকাশ্যে হুমকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে আমি জীবনের নিরাপত্তার দাবিতে ২৮/৫/১৯ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং- ১৫৫৭।

প্রতিবন্ধী আব্দুল হক বলেন, সন্ত্রাসী কালু ও তার সহযোগীরা আমাকে সর্বশান্ত করে আমার জমি দখল করার জন্য খুন, জখম, বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে হয়রানিসহ যে কোনো ধরনের হীন চক্রান্ত করতে পারে। আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

প্রতিবন্ধী আব্দুল হক সন্ত্রাসী কালু ও তার সহযোগীদের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়