মাজহারুল ইসলাম : সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোয় ভ্রমণে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের শঙ্কায় এ সর্তকতা জারি করা হয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্গম এলাকায় যানবাহন চলাচল সীমিত করতে ২দিনের জন্য এ সতর্কতা জারি করে। পর্যটন কেন্দ্রে গুলোয় পর্যটকদের যেতে নিরুৎসাহিত করতে প্রশাসন এ পদক্ষেপ গ্রহন করে।
গত কয়েক দিনের প্রবল বর্ষণে খাগড়াছড়ি সদরের মধুপুর বাজার, জিরোমাইল, পানছড়িসহ বেশ কয়েকটি স্থানে সড়ক, কালভার্ট ও কৃষি জমির চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি সদরের পানিবন্দি লোকজন ঘরে ফিরতে পারলেও দীঘিনালার শতাধিক পরিবার এখনও পানিবন্দি। দুর্যোগ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করা হচ্ছেএবং উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণও সরবরাহ করা হচ্ছে।