ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল মিলসে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে। যুগান্তর
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের (মাওনা উত্তর পাড়া) এলাকার নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কারখানার রক্ষণাবেক্ষন অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবদুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রংপুরের তারাগঞ্জ উপজেলার সফিকুল ইসলামের ছেলে খলিল মিয়া (২৪), ফায়ার অফিসার বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে সিদ্দিকুর রহমান (৩৮), ফায়ার অফিসার রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)। মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক জানান, গুরুতর আহত মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্যান্যদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর রুমের পাশে গ্যাস লাইন ফেটে আগুন বের হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৮জন আহত হয়েছেন। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) জসিম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি তিনি তা রিসিভ করেননি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে স্থানীয় সাংবাদিকেরা কারখানায় প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া (নয়নপুর) এলাকায় সেঞ্চুরি স্পিনিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ২ জুলাই দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ওই কারখানার নিরাপত্তাকর্মী রাসেল (৪৫) নিহত হয়েছেন।