শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেনা পরিশোধে ৩২০ কোটি ডলারের সম্পদ বিক্রি করছেন অনিল আম্বানি

নূর মাজিদ : ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি দেনা পরিশোধের জন্য অর্থ সংগ্রহ করতে ৩২০ কোটি ডলার বা ২১ হাজার ৭শ কোটি রূপির সম্পদ বিক্রির পরিকল্পনা করেছেন। এই সকল সম্পদের ভেতর তার মালিকানাধীন বেতার কেন্দ্র থেকে শুরু করে সড়ক নির্মাণ প্রকল্পও রয়েছে। সূত্র : বিজনেস ষ্ট্যাণ্ডার্ড।

এই বিষয়ে অনিল আম্বানির বাণিজ্যিক মুখপাত্র জানান, ‘রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নয়টি মহাসড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদারি বিক্রি করে ৯ হাজার কোটি রূপি পাওয়া যাবে। রিলায়েন্স ক্যাপিটালের অধীনে থাকা একটি বেতার কেন্দ্র বিক্রি করে আসবে সাড়ে ১২শ কোটি রূপি পাওয়া যাবে। এবং কোম্পানিটির অন্যান্য বাণিজ্যিক সম্পদ বিক্রয় থেকে আসবে আরো সাড়ে ১১ হাজার কোটি রূপি। আম্বানি নিজের দেনা পরিশোধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছেন।’

এর আগে গত ১১ জুন অনিল আম্বনি জানান, বিগত ১৪ মাসে তার রিলায়েন্স গ্রুপ ৩৫ হাজার কোটি রূপি দেনা পরিশোধে সমর্থ হয়েছে। তবে এর পরেও তার বাণিজ্যিক গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিপুল অনাদায়ী পাওনা রয়েছে। অনিলের রিলায়েন্স গ্রুপের চারটি বৃহৎ কো¤পানির মোট দেনার পরিমাণ ৯৩ হাজার ৯শ কোটি রূপি। সাম্প্রতিক সময়ে, দেনার কারণেই রিলায়েন্স টেলিকমকে দেউলিয়া ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়