শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেনা পরিশোধে ৩২০ কোটি ডলারের সম্পদ বিক্রি করছেন অনিল আম্বানি

নূর মাজিদ : ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি দেনা পরিশোধের জন্য অর্থ সংগ্রহ করতে ৩২০ কোটি ডলার বা ২১ হাজার ৭শ কোটি রূপির সম্পদ বিক্রির পরিকল্পনা করেছেন। এই সকল সম্পদের ভেতর তার মালিকানাধীন বেতার কেন্দ্র থেকে শুরু করে সড়ক নির্মাণ প্রকল্পও রয়েছে। সূত্র : বিজনেস ষ্ট্যাণ্ডার্ড।

এই বিষয়ে অনিল আম্বানির বাণিজ্যিক মুখপাত্র জানান, ‘রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নয়টি মহাসড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদারি বিক্রি করে ৯ হাজার কোটি রূপি পাওয়া যাবে। রিলায়েন্স ক্যাপিটালের অধীনে থাকা একটি বেতার কেন্দ্র বিক্রি করে আসবে সাড়ে ১২শ কোটি রূপি পাওয়া যাবে। এবং কোম্পানিটির অন্যান্য বাণিজ্যিক সম্পদ বিক্রয় থেকে আসবে আরো সাড়ে ১১ হাজার কোটি রূপি। আম্বানি নিজের দেনা পরিশোধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছেন।’

এর আগে গত ১১ জুন অনিল আম্বনি জানান, বিগত ১৪ মাসে তার রিলায়েন্স গ্রুপ ৩৫ হাজার কোটি রূপি দেনা পরিশোধে সমর্থ হয়েছে। তবে এর পরেও তার বাণিজ্যিক গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিপুল অনাদায়ী পাওনা রয়েছে। অনিলের রিলায়েন্স গ্রুপের চারটি বৃহৎ কো¤পানির মোট দেনার পরিমাণ ৯৩ হাজার ৯শ কোটি রূপি। সাম্প্রতিক সময়ে, দেনার কারণেই রিলায়েন্স টেলিকমকে দেউলিয়া ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়