শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেনা পরিশোধে ৩২০ কোটি ডলারের সম্পদ বিক্রি করছেন অনিল আম্বানি

নূর মাজিদ : ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি দেনা পরিশোধের জন্য অর্থ সংগ্রহ করতে ৩২০ কোটি ডলার বা ২১ হাজার ৭শ কোটি রূপির সম্পদ বিক্রির পরিকল্পনা করেছেন। এই সকল সম্পদের ভেতর তার মালিকানাধীন বেতার কেন্দ্র থেকে শুরু করে সড়ক নির্মাণ প্রকল্পও রয়েছে। সূত্র : বিজনেস ষ্ট্যাণ্ডার্ড।

এই বিষয়ে অনিল আম্বানির বাণিজ্যিক মুখপাত্র জানান, ‘রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নয়টি মহাসড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদারি বিক্রি করে ৯ হাজার কোটি রূপি পাওয়া যাবে। রিলায়েন্স ক্যাপিটালের অধীনে থাকা একটি বেতার কেন্দ্র বিক্রি করে আসবে সাড়ে ১২শ কোটি রূপি পাওয়া যাবে। এবং কোম্পানিটির অন্যান্য বাণিজ্যিক সম্পদ বিক্রয় থেকে আসবে আরো সাড়ে ১১ হাজার কোটি রূপি। আম্বানি নিজের দেনা পরিশোধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছেন।’

এর আগে গত ১১ জুন অনিল আম্বনি জানান, বিগত ১৪ মাসে তার রিলায়েন্স গ্রুপ ৩৫ হাজার কোটি রূপি দেনা পরিশোধে সমর্থ হয়েছে। তবে এর পরেও তার বাণিজ্যিক গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিপুল অনাদায়ী পাওনা রয়েছে। অনিলের রিলায়েন্স গ্রুপের চারটি বৃহৎ কো¤পানির মোট দেনার পরিমাণ ৯৩ হাজার ৯শ কোটি রূপি। সাম্প্রতিক সময়ে, দেনার কারণেই রিলায়েন্স টেলিকমকে দেউলিয়া ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়