সৈয়দা সুরাইয়া জাহান শিউলী, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার শহরের টি অ্যান্ড টি রোডের একটি ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিলন হোসেন (৩৫) নামের ওই যুবক উপজেলার সূর্য্যপাশা গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
নিহতের বাবা মো. আলমগীর হোসেন জানান, মিলন সকালে ওই ভবনের ছাদের ওপর কাজ করছিল। এসময় তার হাতে থাকা লোহার রড বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে।