শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমহর্ষক, বিদ্যুৎ খুঁটিতে ছোঁয়া লাগা মাত্রই নিশ্চল পথচারী (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : পথ চলতে গিয়ে আমরা হয়তো কখনো কখনো রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুত লাইনের খুঁটিতে নিজের অজান্তেই ছুঁয়ে দিই। কিন্তু এতে যে আমাদের ভয়ঙ্কর কোনো পরিণতি ডেকে আনতে পারে তা হয়তো আমারা কখনো ভেবে দেখিনি। এতে এমনকি মৃত্যুও হতে পারে আপনার। টেকনোলজি লাইফ স্টাইল

কেননা বর্ষাকালে এবং অন্যান্য সময়ও প্রায়ই বিদ্যুতের খুঁটিগুলো বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ফলে তাতে ছোঁয়া লাগা মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হতে পারে।

সম্প্রতি এমনই একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃষ্টি ভেজা দিনে একটি এলাকার দুটি রাস্তার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি। খুঁটিটি বৃষ্টি বা কোনো কারণে হয়তো বিদ্যুতায়িত হয়ে আছে। কিন্তু এর পাশ দিয়ে চলাচল করা লোকজন তা জানেন না। অনেকেই খুঁটিটির পাশ ঘেষে চলে যাচ্ছেন। একটুর জন্য হয়তো ছোঁয়া লাগছে না। কত বড় বিপদের কোলঘেষে তারা হাঁটছেন তা জানেন না ওই পথচারীরা।

হঠাতই একজন নারী কাঁদামাখা রাস্তা পাড়ি দিতে গিয়ে বিদ্যুতের ওই খুঁটিতে হাত লাগানোর সঙ্গে সঙ্গেই তাতে আটকে ঝুলে পড়েন। এসময় আশে-পাশের লোকজন কী ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। পরে অবশ্য তারা বুঝতে পারেন বিদ্যুতের খুঁটিতে ছোঁয়া লাগার কারণে ওই নারী বিদ্যুতস্পৃষ্ট হয়েছেনে যে কারণে তিনি খুঁটিতে আটকে ঝুলে পড়েছেন।

কিন্তু ততক্ষণে ও পথচারী নারীর দফা-রফা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রোমহর্ষক এই ঘটনার ভিডিওটি নাজায়েরা নামের একজন মডেলের ফেসবুক পেজে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে পড়ে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

 

https://www.facebook.com/nazaera56/videos/434492260727006/?t=21

  • সর্বশেষ
  • জনপ্রিয়