শিরোনাম
◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা ◈ তাসকিন-মুস্তাফিজদের বিধ্বংসী বোলিংয়ে ৭ উইকেটের দাপুটে জয় ◈ দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান ◈ চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে ◈ মিয়ানমারে দেড়শ ভারতীয় ড্রোন হামলার নেপথ্যে কে ছিল? ◈ দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কী আসছে নতুন নির্বাচনি সংকট

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

সালমান মিয়া, দিরাই (সুনামগঞ্জ) : দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে দিরাইয়ের কৃতিসন্তান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় এ পোশাক বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিল্পী রানি তালুকদারের সঞ্চালনায় পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী সুরঞ্জন রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সর্দার কামাল হোসেন রানা, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দিরাইয়ের সন্তান টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পোষাক তুলে দিতে পারায় আমি সত্যিই আনন্দিত। এই বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করে আজ সঞ্জিত কুমার রায় পুলিশ সুপার, তোমাদের মাঝে যেন কোনো হীনমন্যতা না থাকে যে আমরা হাওর এলাকায় শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে পড়ে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। দিরাই থেকেও ঠিকমতো পড়াশোনা করলে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এজন্য দরকার একাগ্রতা।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়