শিরোনাম
◈ রাজধানীর কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো ব্যাটারি রিকশা চালকরা ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ মিরপুরে অটোরিকশা চালকদের অবরোধে ৩ বাস ভাঙচুর ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে বিভাগীয় সদরে চার সপ্তাহের মধ্যে সভা-সমাবেশ, বললেন মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির মুলতবি সভা শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে শুরু হয় এবং তা শেষ হয় সন্ধ্যা সোয়া ৭টার দিকে।

মির্জা ফখরুল বলেন, সরকার উদ্দেশ্যমূলক ভাবে আইনি প্রক্রিয়া বাধা দিয়ে তার জামিন বিলম্বিত করছে। আন্দোলকে আরো বেগবান করতে এই কর্মসূচি নেয়া হয়েছে। এই এতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশ, মিছিল সহ অন্যান্য যে গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে।

ছাত্রদলের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা তাদের সাথে দীর্ঘ আলোচনা করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন যারা বিক্ষোভ করছে তারাসহ সকলের সাথে কথা বলেছেন। সর্বসম্মতভাবে দল থেকে সিদ্ধান্ত তাদের দেয়া হয়েছে। এখন এই আন্দোলন যুক্তিসংগত নয়। তাদের এটাও বলা হয়েছে যে তারা অন্যান্য সংগঠনের মধ্যে যেতে পারে। তাদের উচিৎ হবে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই আন্দোলন বন্ধ করা। প্রয়োজনে তারা আবার কথা বলবে। তাদের আন্দোলন থেকে ফিরে আসা উচিৎ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি করা ইঞ্জিনিয়ার মাসুদুল আলম ছাত্রদলের নেতা ছিলেন, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওই ইঞ্জিনিয়ার ছাত্রদলের, সে বুয়েটের ভিপি ছিল। এটা সর্ববৈ মিথ্যা। একেবারে অসত্য কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। প্রকৃত পক্ষে ইঞ্জিনিয়ার মাসুদুল আলম কুয়েটের ছাত্র ছিলেন। তার সব ডাটা আমরা সংগ্রহ করেছি। সে কুয়েটের এ কে ফজলুল হক হলে ২৬ নম্বর রুম থাকতো। রোল নাম্বার ৯২১৩৫। সে পাশ করে ২০০০ সালে। সে কোনো দিনই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল না। সে বাম দলের একটি সংগঠনের সাথে জড়িত ছিল।

সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভের উদ্ধার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি যখন বিবৃতি দিলেন ঠিক তার ৪৮ ঘন্টার মধ্যে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার উদ্ধার করাটা নিসন্দেহে একটা স্বস্তি ফিরেছে বলে আমরা মনে করি। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের ইলিয়াস আলীকে যখন অপহরণ করা হলো আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। তার স্ত্রী বারবার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাছে, প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তার ইনফরমেশন দেয়ার জন্য। আজ পর্যন্ত তার কোনো ইনফরমেশন, অথবা চৌধুরী আলম, অথবা পারভেশ, বাদশা হীরু অনেকেই আমাদের গুশ হয়ে গেছে। ছাত্র ও যুব নেতাদের তাদের খবর আমরা আজও পাইনি।

বৈঠকে সদ্য পদোন্নতি পাওয়া স্থায়ী কমিটির দুই সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানসহ উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. অব. ,মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়