শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ২২ জুন, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিতাভ বচ্চনকে চেনাই যাচ্ছে না!

ডেস্ক রিপোর্ট : কে বলবে ইনি অমিতাভ বচ্চন! মোটা কাচের চশমা, গালভরা সাদা দাড়ি, কাপড় দিয়ে ঢাকা মাথা; সব মিলিয়ে তাকে চেনাই যাচ্ছে না। সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ ছবিতে পুরোপুরি নতুন রূপে হাজির হচ্ছেন তিনি।  বার্তা২৪.কম

‘গুলাবো সিতাবো’তে অমিতাভের নতুন লুক টুইটারে শেয়ার করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি লিখেছেন, ‘অমিতাভ বচ্চনের বৈচিত্র্যময় রূপ উন্মোচন করলাম।’

তরণ আদর্শের টুইট অনুযায়ী, ২০২০ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। সুজিতের সঙ্গে ‘গুলাবো সিতাবো’ যৌথভাবে প্রযোজনা করছেন রনি লাহিড়ী। তারা এর আগে ‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ ক্যাফে’ ও ‘পিঙ্ক’ ছবির জন্য জোট বেঁধেছিলেন।

এদিকে বিগ বি’র নতুন রূপ দেখে অনেকে চমকে গেছেন। সোশ্যাল মিডিয়ায় ‘বিস্ময়কর’, ‘অবিশ্বাস্য’সহ এমন অনেক বিশেষণ দেওয়া হচ্ছে।

ভারতের লক্ষ্মৌ শহরে এখন ‘গুলাবো সিতাবো’র শুটিং করছেন অমিতাভ। এটি পারিবারিক কমেডি ধাঁচের ছবি। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদি।

অমিতাভ ও সুজিত সরকার এর আগে ‘পিকু’ (২০১৫) ছবিতে একসঙ্গে কাজ করেন। এরপর সুজিতের প্রযোজনায় ‘পিঙ্ক’ ছবিতে দেখা গেছে ৭৬ বছর বয়সী এই অভিনেতাকে।

 

ডব্লিউএস/এসবি/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়