রোস্তম আলী (রাজু) জাবি প্রতিনিধি: : জাকসু র্নিবাচনের দাবিতে মানব বন্ধন করেছে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে এই মানব বন্ধন করা হয়।
মানব বন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহবায়ক শাকিল উজ্জামান বলেন, র্দীঘ ২৭ বছর যাবৎ জাবিতে জাকসু র্নিবাচন হচ্ছে না । যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষমতাশীন ছাত্র নেতাদের কারণে জিম্মি নবীন শির্ক্ষাথীরা, অবৈধ উন্নয়ন ফির নামে শির্ক্ষাথীদের কাছ থেকে অর্থ আদায় করে নিচ্ছে প্রশাসন ।
জাবি শাখার সমন্বয়ক আবু সাইদ বলেন, জাকসু না থাকার কারণে জবাবদিহিতার তীব্র অভাব বিরাজ করেছে বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষকদের স্বৈতান্ত্রিক মনোভাব দিনের পর দিন বেড়ে যাচ্ছে।
জাবি শাখার যুগ্ম আহবায়ক আদিব আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ে র্সবত্র সেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শির্ক্ষাথী বিরোধী দুটিধারা “শৃংখলা অধ্যাদেশ”-এ যুক্ত করেছে। এজন্য কথা বলার কিংবা প্রতিবাদ করার জন্য কোনো ছাত্র প্রতিনিধি নেই। তাই অনতিবিলম্বে জাকসু র্নিবাচন চাই।
আদিব আরিফের সঞ্চালনায় মানব বন্ধনে জয়নাল আবেদীন শিশির, রেজাউল আমিন, আসিফুল নয়ন,আবু আজাদ, জয় ইকবাল, খায়রুল নাইমসহ সাধারণ শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা : মিঠুন রাকসাম