শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে স্কুলশিক্ষক কর্তৃক শ্রমিক পরিবারের সদস্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস- কোচ ও মাক্রোকাবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুর সোবহান মণ্ডল তার লিখিত বক্তব্যে বলেন, শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য তারা মিয়ার কন্যা সানজিদা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমান কর্তৃক অনৈতিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার আশ্রয় গ্রহণ করে। উল্লেখিত বিষয়ে পলাশবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (নং-১১/১৯) দায়ের করা হয়েছে। মামলার এজাহারভূক্ত আসামিসহ সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামী ৭ দিনের মধ্যে লম্পট নারী লোভী স্কুলশিক্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে অত্র সংগঠন সড়ক অবরোধসহ বৃহত্তর কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। এসময় সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহ-সভাপতি আজাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম আকন্দ, কোষাধ্যক্ষ ফিরোজ কবির, ক্রিড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, প্রচার সম্পাদক রাজা মিয়া, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, মধু মিয়া, দপ্তর সম্পাদক ছায়েদ আলী ও সদস্য কালাম মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়