শিরোনাম
◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০১:২৫ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে টিকার ওপর আস্থা রাখা দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ, সবচেয়ে কম অনাস্থা ফ্রান্সে

লিহান লিমা: বিশ্বজুড়ে টিকার ওপর আস্থা রাখা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ ও রুয়ান্ডা। বাংলাদেশের ৯৮ভাগ মানুষ বিশ্বাস করেন টিকা নেয়া নিরাপদ ও কার্যকরী। বাংলাদেশের ৯৫ ভাগ বাবা-মা বলেছেন, তারা এক বা ততোধিক রোগের জন্য শিশুকে টিকাদান করেছেন। অন্যদিকে ফ্রান্সে তিনজনের মধ্যে একজনই টিকাকে অনিরাপদ বলে মনে করেন। বিবিসি, বাজফিড নিউজ

যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ওয়েলকাম ট্রাস্ট বিশ্বের ১৪০টি দেশের ১ লাখ ৪০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উঠে আসে, বিশ্বজুড়ে মোট ৭৯ভাগ মানুষ টিকাকে নিরাপদ বলে মনে করেন,৭ ভাগ কঠোরভাবে এর বিরোধিতা করেন এবং ১৪ ভাগ পক্ষে-বিপক্ষে কোনটিই নন। অন্যদিকে বিশ্বের ৮৪ভাগ মনে করেন টিকা কার্যকর, ৫ ভাগ এর বিরোধিতা করেন ও ১২ভাগ কোন মত প্রকাশ করেন নি। অঞ্চলভেদে টিকায় আস্থায় শীর্ষে দক্ষিণ এশিয়া (৫৯ ভাগ) ও পূর্ব আফ্রিকা (৯২ভাগ)। টিকায় অনাস্থায় শীর্ষে পূর্ব ইউরোপ (৫৯ভাগ) ও পশ্চিম ইউরোপ (৫০ভাগ)।

এতে দেখা যায়, নিরাপত্তা ও সুরক্ষার বিজ্ঞানসম্মত প্রমাণ থাকা সত্তে¡ও কিছু দেশে বেশিরভাগ মানুষই টিকার ওপর আস্থা রাখেন না। অথচ টিকা মৃত্যুঘাতী ও হামের মতো রোগের জন্য সবচেয়ে কার্যকরী প্রতিষেধক। টিকার কারণে ইতোমধ্যেই পক্স ও পোলিওর মতো রোগমুক্ত হয়েছে বিশ্বের অনেক দেশ। টিকার ওপর অনাস্থা ও দ্বিধাদ্ব›দ্বকে বিশ্বস্বাস্থ্যের ১০হুমকির মধ্যে একটি বলে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বিশ্বের ৩০ ভাগ বেশি লোক হামে আক্রান্ত হয়েছে। টিকায় বিশ্বাস না করা ফ্রান্সের কয়েক বছরের হামের রেকর্ড ভয়াবহ। ফ্রান্সে ২০১৮ সালে ২ হাজার ৯১৩টি হামের ঘটনা রেকর্ড করা হয়।

টিকার ওপর অনাস্থা ইউরোপজুড়ে একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। টিকার ওপর অবিশ্বাস ও অনাস্থা প্রকাশ করা দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফ্রান্স, গ্যাবন, টোগো, রাশিয়া, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, অস্ট্রিয়া, বুরকিনা ফাসো, বেলজিয়াম ও আর্মেনিয়া। অন্যদিকে টিকা নিয়ে নিরাপদ ও কার্যকর কি না এটি নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব ভোগা দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান, ইউক্রেন, বেলারুশ, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, মন্টেনিগ্রো, মলদোভা, কাজাকিস্তান, এস্তোনিয়া ও ক্রোয়েশিয়া। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়