শিরোনাম
◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান! ◈ ফেসবুক লাইভে এসে পুলিশের বাইকের কাগজ দেখতে চাওয়া সেই সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি (ভিডিও) ◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে উপেক্ষা করে সৌদির ৮শ কোটি ডলারের অস্ত্রচুক্তি আটকানোর প্রক্রিয়া শুরু করলো মার্কিন সিনেট

আব্দুর রাজ্জাক : মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরব আমিরাত ও সৌদি আরব জন্য ৮শ কোটি ডলারে যে অস্ত্রচুক্তি হোয়াইট হাউজ অনুমোদন করে, তা ঠেকাতে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলো সিনেট। আল-জাজিরা, রয়টার্স

মার্কিন সিনেটের বিদেশ বিষয়ক সম্পর্ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্রেট সদস্য বব মেনেনডেজ। তিনি সৌদির জন্য অস্ত্রচুক্তিটি ঠেকাতে সিনেটকে শিগগিরই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এতে রিপাবলিকান সংখ্যাগরিষ্ট সিনেটে বিতর্কিত অস্ত্রচুক্তিটি ঠেকাতে এ সপ্তাহেই ভোটাভুটির আয়োজন করা হবে বলে তিনি জানান।

সম্প্রতি ইরানের সঙ্গে উত্তেজনার জেরে জরুরি অবস্থা জারি করে কংগ্রেসকে উপেক্ষা করে সৌদির জন্য ৮শ কোটি ডলারের চুক্তিটি অনুমোদন করেন ট্রাম্প। এটি আটকাতে মোট ২২ টি প্রস্তাবনা ঠিক করে মার্কিন কংগ্রেস। শিগগিরই সিনেটে এর অন্তত একটি প্রস্তাব পাশ করিয়ে অস্ত্রচুক্তিটি আটকাতে জ্যেষ্ঠ নেতারা আলোচনা করছেন।

অন্যদিকে, শিশু সৈন্য নিয়োগকারী দেশের মার্কিন তালিকায় সৌদি আরবের নাম অন্তভুর্কি ঠেকিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি জোট শিশু সৈন্য ব্যহার করছে, এমন অভিযোগের ওপর গোয়েন্দা তথ্য থাকা সত্তে¡ও তিনি এ পদক্ষেপ নেন বলে সূত্র জানায়।

উল্লেখ্য, ইয়েমেনে মার্কিন সমর্থিত সৌদি জোটের সামরিক হস্তাক্ষেপ ও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে রিয়াদ। এতে দেশটির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা জারি করে জার্মানি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়