শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে উপেক্ষা করে সৌদির ৮শ কোটি ডলারের অস্ত্রচুক্তি আটকানোর প্রক্রিয়া শুরু করলো মার্কিন সিনেট

আব্দুর রাজ্জাক : মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরব আমিরাত ও সৌদি আরব জন্য ৮শ কোটি ডলারে যে অস্ত্রচুক্তি হোয়াইট হাউজ অনুমোদন করে, তা ঠেকাতে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলো সিনেট। আল-জাজিরা, রয়টার্স

মার্কিন সিনেটের বিদেশ বিষয়ক সম্পর্ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্রেট সদস্য বব মেনেনডেজ। তিনি সৌদির জন্য অস্ত্রচুক্তিটি ঠেকাতে সিনেটকে শিগগিরই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এতে রিপাবলিকান সংখ্যাগরিষ্ট সিনেটে বিতর্কিত অস্ত্রচুক্তিটি ঠেকাতে এ সপ্তাহেই ভোটাভুটির আয়োজন করা হবে বলে তিনি জানান।

সম্প্রতি ইরানের সঙ্গে উত্তেজনার জেরে জরুরি অবস্থা জারি করে কংগ্রেসকে উপেক্ষা করে সৌদির জন্য ৮শ কোটি ডলারের চুক্তিটি অনুমোদন করেন ট্রাম্প। এটি আটকাতে মোট ২২ টি প্রস্তাবনা ঠিক করে মার্কিন কংগ্রেস। শিগগিরই সিনেটে এর অন্তত একটি প্রস্তাব পাশ করিয়ে অস্ত্রচুক্তিটি আটকাতে জ্যেষ্ঠ নেতারা আলোচনা করছেন।

অন্যদিকে, শিশু সৈন্য নিয়োগকারী দেশের মার্কিন তালিকায় সৌদি আরবের নাম অন্তভুর্কি ঠেকিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি জোট শিশু সৈন্য ব্যহার করছে, এমন অভিযোগের ওপর গোয়েন্দা তথ্য থাকা সত্তে¡ও তিনি এ পদক্ষেপ নেন বলে সূত্র জানায়।

উল্লেখ্য, ইয়েমেনে মার্কিন সমর্থিত সৌদি জোটের সামরিক হস্তাক্ষেপ ও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে রিয়াদ। এতে দেশটির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা জারি করে জার্মানি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়