শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুঁই সুতায় বঙ্গবন্ধুর ছবি

এসএম উজ্জ্বল হোসেন : জাতির জনক বঙ্গবন্ধুর প্রেমে আত্মনিবেদনের মাধ্যামে আবিস্কার করেন সুই সুতা দিয়ে বঙ্গবন্ধুর ছবি। রাজধানীর ভাটারা থানার নূরের চালার এলাকার মৃত আ: সোবাহান হাওলাদারের ছেলে আ: হান্নান ওরেফে বাদল এই ছবি তৈরি করেন। বাদল জীবনের শুরুতে বিজি প্রেসে সরকারি চাকরি করতেন। আর অবসর সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন কবিতা, গান আর একেছেন ছবি।

দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনে বঙ্গবন্ধুর প্রেমে নিবেদিত হয়ে নিজের কন্ঠে গেয়েছেন অসংখ্য গান, পাঠ করেছেন কবিতা, একেঁছেন হাজারো ছবি।
চাকরি থেকে অব্যাহতি নেয়ার পর শুরু করেন শিল্পকর্মের চর্চা, কলতান স্কুলে আর্ট ক্লাস শুরু করেন তিনি। পাশাপাশি সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধুকে ভালোবেসে মনের মাধুর দিয়ে নয় মাস যাবৎ সুই সুতা দিয়ে সৃষ্টি করেছেন একটি চিত্র কর্ম। যে ছবিতে ফুটে উঠেছে বাঙালী জাতীকে নিয়ে গভীর চিন্তার অবয়ব। নানা রঙের সংমিশ্রণে কাঁচা পাকা চুল ভাবগাম্ভীর্য মন্ডিত বঙ্গবন্ধুর ছবি, যেনো প্রজন্মের চিন্তায় বিভোর। শিল্পির ভালোবাসা ও আন্তরিক আত্বনিবেদনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে চিত্রকর্মে।

শিল্পী বলেন জীবনে যতো সৃষ্টিশীল কাজ করেছি তার মধ্যে অন্যতম ভালো লাগার কাজ এটি। তিনি নিজ হাতে পৌঁছে দিতে চান বঙ্গকন্য জননেত্রী শেখ হাসিনার কাছে।

শিল্পি আঃ হান্নান এর রয়েছে অসংখ্য গান কবিতা ও চিত্রকর্ম যা সুযোগ পেলে বানিজ্যিক ভাবে প্রদর্শনের ইচ্ছা পোষণ করেন। জীবনের শেষ অব্দি মাতৃভূমি বাংলার রূপ বৈচিত্র নিয়ে চিত্রকর্ম ও গান কবিতা রচনা করে যাবেন বলে জানান তিনি। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়