নিউজ ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে আম গাছে জাম দেখতে উৎসুক জনতার ভীড়। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ রোডের একটি আম গাছে। বিডি২৪রিপোর্ট.কম
রাস্তার পাশে অবস্থিত সেই আম গাছে জাম দেখতে ভীর জমিয়েছে উৎসুক জনতা। সবাই ভাবছে আম গাছে জাম সত্যিই ধরেছে? নাকি কেউ লাগিয়ে দিয়ে গেছে, নাকি পাশের জাম গাছ থেকে পড়ে আটকে গেছে? সেই ভাবনায় যখন সবাই ভাবছে। ঠিক তখনি একজন লোক একজন বালককে গাছে উঠে দেখতে বললো, আসল ঘটনা টা কি। বালকটি যখন আম গাছে উঠলো তখনি দেখতে পেলো জামের থোপাটি আম গাছের ডালের সাথে একেবারে মিশে আটকে আছে। বোঝার যেন উপায় নেই এটি ডালের সাথে শুধু ঝুলে আছে। যে দেখছে সেই বলছে এটা আম গাছেই হয়েছে।
উৎসুক জনতার মধ্য থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, আম গাছে জামের ঝোঁপাটি যেমনভাবে ছিলো বুঝতেই পাড়িনি পাশের জাম গাছ থেকে পড়ে আটকে আছে। এত সুন্দর ভাবে আম গাছের ডালের সাথে জামের ঝোঁপাটি আটকে ছিলো আমরা সবাই ভাবছিলাম আম গাছে জাম ধরেছে। সবার ভাবনা পাল্টে গেলে আম গাছের কাছ থেকে ভীড় জমিয়ে হতাশা হয়ে উৎসুক জনতা ফিরে যায়।।