আক্তারুজ্জামান : এ যেনো রূপকথার গল্প। যেখানে গল্পের নায়করা অসাধ্য সাধন করে জয় ছিনিয়ে আনে। আজ যেমন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাকিব আর লিটন নায়ক হয়ে অসাধ্য জয় ছিনিয়ে আনলেন। বিশ্বকাপে তিনশ’র বেশি রান তাড়া করতে নেমে বাঘা বাঘা দলগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশ ৩২২ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে ৫১ বল আগেই জিতেছে। এরপর সামাজিক মাধ্যমজুড়ে চলছে বাংলাদেশ বন্দনা।
উইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।
বিশেষ করে সবেক ক্রিকেটাররা বাংলাদেশের জয়ের প্রশংসায় পঞ্চমুখ। টুইটারে তারা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই শুভকামনা জানিয়েছেন বাকি ম্যাচগুলোর জন্য।
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে, বাংলায় টুইট করেছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি লিখেছেন, 'খুব ভালো।'
তাছাড়া, টাইগারদের সাবেক কোচ ইয়ান পন্ট শিষ্য সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি লিখেছেন, 'অভিনন্দন সাকিব আল হাসান। আরেকটি দারুণ ইনিংস। বিশ্বকাপে আরেকটি শতক। অসাধারণ।'
উইন্ডিজের বিপক্ষে সাকিবের ১২৪ রানের ইনিংসে মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইফরান পাঠান। তার মতে সাকিব আল হাসানের দুর্দান্ত প্রতিভার জোরেই এই জয় পেয়েছে টাইগাররা।
'দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর, উইন্ডিজের বিপক্ষে অসাধারণ রান তাড়া করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ প্রতিভায় তাদের এই জয়।'
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সাংবাদিক ভিকরান্ত গুপ্তা লিখেছেন, 'বিশ্বকাপ সেমি ফাইনালের জন্য কালো ঘোড়া হতে পারে বাংলাদেশ।'
সাবেক অজি কিংবদন্তি জেসন গিলেস্পি, টাইগারদের রান তাড়ার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, 'অসাধারণ খেলেছে বাংলাদেশ, দুর্দান্ত রান তাড়া।' ক্রিকফ্রেঞ্জি