শিরোনাম
◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজকে পেস দিয়ে ধরাশয়ী করার পরামর্শ সাবেকদের

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের কঠিন সমীকরণ সহজ করতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর উইন্ডিজদের বধ করতে স্পিন থেকে পেসই বেশী সহায়তা করবে বলে মনে করেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। সে ক্ষেত্রে রুবেলকে দলে অন্তর্ভুক্ত করার পরামর্শ তার। আর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আগে থেকে খেলার অভিজ্ঞতা থাকায় এ ম্যাচে ব্যাটসম্যানরা সেরা ছন্দে ফিরবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

ইংল্যান্ডে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ বৃষ্টি বাঁধায় কঠিন সমীকরণের মুখে। সাথে মাঝে দুই ম্যাচে জয় বঞ্চিত টাইগাররা। নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ত্রিদেশীয় সিরিজের সুখকর স্মৃতি জিইয়ে রাখতে আজও ক্যারিবিয়দের হারাতে মরিয়া টাইগাররা। যে কারণে বাংলাদেশের পেস শক্তি বাড়ানোর পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘ভাল হবে। যদি মিথুনের জায়গা রুবেলকে একাদশে অন্তর্ভুক্তি করা হয়। এই ধরনের কন্ডিশনে চারজন পেসার নিয়ে খেলাই ভাল।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমাদের বোলিং বিভাগ ভাল করছে না সেক্ষেত্রে একাদশে রুবেল নিয়ে আনা খুবই জরুরি।’

ক্যারিবিয়ানদের বিপক্ষে বাউন্সার আর গতির ধাঁধা পড়তে হবে টাইগার ব্যাটারদের। ভাল শুরু দলকে এনে দিতে পারে বড় স্কোরের সম্ভাবনা। তাই ব্যাটিংয়ে সাকিব তামিমদের হতে হবে সাবধানী। উইন্ডিজকে হারিয়ে জয়ে ফিরতে পারলে সামনের ম্যাচগুলোতে ছন্দে থাকবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়