শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার আসামিদের মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ

ম, রফিক, বগুড়া প্রতিনিধি: আবারো বগুড়া সদর থানাসহ স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং বিভিন্ন থানায় আসামিদের উপর শারীরিক নির্যাতনের ঘটনা দিনকে দিন বেরেই চলেছে ।

সম্প্রতি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে পুলিশ লাইন্সে ডেকে নিয়ে কুরদ ই খুদা শুভ নামের এক সহকারি পুলিশ সুপার কর্তৃক সাব্বির আহম্মেদ(৩০) নামের এক সরবরাহকারীকে বেধড়ক মারপিটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো বগুড়া সদর থানায় পক্ষপাত মূলক ভূমিকায় পুলিশ আদর (৩৫) নামের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসে মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্যাতন চালানোর ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় আসামি আদরকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে , বগুড়া শহরের ব্যবসায়ী আদরের বিজনেস পার্টনার সাথী বানুর নামের অপর এক ব্যবসায়ীর এক অভিযোগের উপর ভিত্তি করে বগুড়া সদর থানার পুলিশ বৃহষ্পতিবার রাতে তাকে থানায় ডেকে আনে । তারপর থানা হাজতে রেখে দেয়া হয় ।

শুক্রবার রাতে থানার এএসআই এরশাদ তাকে থানা হাজত থেকে ডেকে বহিরে আসতে বলে । এর পর নির্জন একটি ঘড়ে জিজ্ঞাসাবাদের নামে তার উপর চালানো হয় বর্বর নির্যাতন। এসময় এএসআই এরশাদ ও দারোগা জব্বার সহ কনস্টেবল এনামুল আদরে উপর ষ্টিম রোলার কায়দায় মই ডলা দিয়ে রাত ভর স্বীকারোক্তি আদায়ে অমানুষিক নির্যাতন চালায় । দফায় দফায় নির্যাতনে বার বার জ্ঞান হারিয়ে ফেলে আদর । নির্যাতনকারীদের হাতে পায়ে ধরেও রেহাই পায়নি আদর । আদরের অবস্থা মারাত্মকভাবে অবনতি হলে ঘটনাকে ধামাচাপা দিতে পরদিন আদরের বাবাকে অভিযোগকারী সাথীর মাধ্যমে থানায় ডেকে নিয়ে আসা হয় । থানায় কর্তব্যরত পুলিশ অধিকারীদের মাধ্যমে তাকে বলা হয় , আপনার ছেলেকে থানায় কোন মারধোর কারা হয়নি, সে সুস্থ আছে এই মর্মে একটি মুচলেকা লিখে দিয়ে ছেলেকে নিয়ে যেতে বলা হয় ।
এদিকে পুলিশী অমানুষিক নির্যাতনে ব্যবসায়ী আদরের অবস্থা তখন বিপন্ন হয়ে পড়লে অবস্থায় বেগতিক দেখে তখন । পুলিশ নিজ উদ্যাগেই তাকে সোজা হাসপাতালে নিতে হয় ।

ভুক্তভোগী আদরের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে আদরে পেছন ভাগ মারাত্বক ভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে । সে চিৎ হয়ে শোবার অবস্থায় নেই বিধায় তাকে উবু করে রাখা হয়েছে।

এ বিষয়ে গতকাল শনিবার বিকালে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি সার্বিক) এসএম বদিউজ্জামান এর সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হলে ,তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , একটি ইভটিজিং ঘটনায় তাকে থানায় নিয়ে আসা হয়েছিল । তিনি এ সময় নিন্দা প্রকাশ করে বলেন পুলিশ সদস্যদের এ ধরণের আচরণ মোটেও প্রত্যাশিত নয় । তিনি ঘটনার জন্য দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন ।

উল্লেখ্য, অতিসম্প্রতি বগুড়া সদর থানায় কর্মরত বেশ কয়েকজন এসআই এএসআইদের বিরুদ্ধে মামলা ও মামলা তদন্তের নামের সন্দিগ্ধ আসামিদের পাকড়াও করে এনে ওসি ও তদন্তদের অনুউপস্থিতিতে অমানুষিক নির্যাতন চালানোর বিষয়টি এখন চাউর হয়ে গেছে । এছাড়াও কতিপয় উর্ধ্বতনদের বিরুদের বিরুদ্ধে মানুষকে থানায় ডেকে এনে মারপিট করার গুরুতর অভিযোগ এখন ওপেন সিক্রেট বিষয়ে পরিণত হতে যাচ্ছে । অবিলম্বে বগুড়া সদর থানা সহ বিতর্কিত ওই সব পুলিশের এসআই এএসআই যারা দীর্ঘদিন একই স্থানে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জেলা পুলিশ তথা পুলিশের ভাবমূর্তি মারাত্বক ভাবে ক্ষুন্ন এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হবে বলে পর্যক্ষেক মহল মনে করে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়