শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে প্রযুক্তিখাতে কর্মসংস্থান আশাতীত হারে বেড়েছে

নূর মাজিদ : ব্রেক্সিটের প্রভাবে ব্রিটিশ অর্থনীতির প্রধান সকল শিল্পখাতেই যখন মন্দাভাব ও কর্মসংস্থান সংকটের সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক তখনই দেশটিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী সংখ্যা বাড়াচ্ছে। সূত্র : মিনিটহ্যাক ডটকম।

চলতি মাসে প্রকাশিত ব্রিটিশ সরকারের ডিজিটাল ইকোনমি কাউন্সিলের গবেষণায় এই তথ্য জানানো হয়। সরকারের সঙ্গে প্রযুক্তিখাতের উদ্যোক্তাদের নেটওয়াকর্, টেক নেশন এতে সহযোগী হিসেবে কাজ করে। ওই গবেষণায় দেখা যায়, প্রযুক্তিখাত ২০১৮ সালে প্রায় ১৭ লাখ নতুন কর্মসংস্থানের বিজ্ঞপ্তি দিয়েছিলো। এমনকি উচ্চ-শিক্ষার প্রসার বেশি এমন পাঁচটি শহর অক্সফোর্ড, ক্যামব্রিজ, রিডিং, বেলফাস্ট ও নিউক্যাসলের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ এখন প্রযুক্তিখাতে কাজ করছেন।

একক গড়ে শিক্ষা নগরী ক্যামব্রিজের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন। রিডিং শহরে এই সংখ্যা এক-তৃতীয়াংশ। সরকারের সা¤প্রতিক গবেষণা বলছে, ২০১৮ সাল নাগাদ যুক্তরাজ্যের ২১ লাখ মানুষ প্রযুক্তিখাতে শ্রম দেয়ার মাধ্যমে আয় করছেন।

এই বিষয়ে সরকারি গবেষণা সংস্থাটির সচিব জেরেমি রাইট আশা প্রকাশ করেন, বিপুল সম্ভাবনা থাকায় এখানে সরকার আগামী দিনেও বড় অংকের আর্থিক প্রণোদনা ও বিনিয়োগ অব্যাহত রাখবে। এসময় তিনি বলেন, ‘বিশ্বের মাঝে প্রযুক্তি ব্যবসা শুরু করার জন্য বর্তমানে যুক্তরাজ্যই সর্বশ্রেষ্ঠ স্থান। আমাদের গবেষণায় এটা উঠে এসেছে। একইসঙ্গে এই সফলতা যে নতুন ও উন্নতমানের চাকরির সুযোগ সৃষ্টি করছে, সেটা আমাদের দেশের সমৃদ্ধিতে অবদান রাখছে। সারাদেশেই এই উন্নয়ন ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়