শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন ১২ জুন, বললেন ওমর ফারুক চৌধুরী

সমীরণ রায়: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ১২ জুনকে জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান এ আহ্বান জানান।

ওমর ফারুক চৌধুরী বলেন, স্বৈরাচারী সামরিক শাসক জিয়াউর রহমানের অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন হলো ১২ জুন।

সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ১৯৮১ সালের এ দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনকে উদ্ধার করেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এই উদ্ধারের মাধ্যমে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, একনায়ক জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেননি, তিনি সামরিক শাসন জারি করে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ভূলুণ্ঠিত করেছিলেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবনের গেট সিলগালা করেছিল এবং কারও প্রবেশ নিষিদ্ধ করেছিল। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য জনমত গড়ে তুলেছিলেন। সেই জনমতের চাপে সাত্তার সরকার বাড়িটি হস্তান্তর করতে বাধ্য হয়। এই বাড়িটি শুধু বাড়ি নয়, এটি ইতিহাস এবং আমাদের চেতনার আকর। কাজেই এই বাড়ি উদ্ধারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।

দেশবাসীকে আহ্বান জানিয়ে ওমর ফারুক চৌধুরী আরও বলেন, বাঙালি চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির পিতায় বিশ্বাসী প্রত্যেকটি মানুষের এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়