শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে অস্ত্রের মুখে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল প্রতিনিধি: বরিশিাল নগরীর ১০নাম্বার ওয়ার্ডের বালুরমাঠ (কেডিসি কলোনীর) শহীদ আলতাফ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে রাস্তা থেকে তুলে নিয়ে নিজ ঘরের মধ্যে বসে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা বাবুল ফরাজী।

স্কুল ছাত্রীর পিতা বলেন, একই এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মাসুম হাওলাদার তার এক সহযোগিকে সাথে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গত ২ জুন সকাল নয়টার দিকে তার মেয়েকে রাস্তা থেকে নিজ ঘরের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তার মেয়েকে মারধর করাসহ শ্লীলতাহানী করে। এ ঘটনায় থানায় মামলা না করার জন্য ওই ছাত্রী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়। ছাত্রীর বাবা বাবুল ফরাজী আরও বলেন, মাসুম ইতিপূর্বে একাধিকবার ইয়াবাসহ পুলিশের হাতে আটক হবার ঘটনায় তাকে (বাবুল) সন্দেহ করে। তারই জেরধরে তার মেয়েকে কলঙ্কিত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের পুলিশ পাঠিয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়