শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে কুড়িয়ে পাওয়া নবজাতকের বাবা হলেন কৃষিবিদ, মা শিক্ষক

এম এ হালিম, সাভার : সাভারের মির্জানগর এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাচীরের বাহির থেকে উদ্ধার হওয়া নবজাতককে কৃষিবিদ মো. বজলুর রহমান ও মিসেস সাফিয়া ইসলাম দম্পতি দত্তক নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দম্পতি নবজাতকটিকে দত্তক নিয়েছেন বলে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের। এসময় হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও শিশু বিভাগের রেজিষ্ট্রার ডা. মাহবুব জোবায়ের সোহাগ, ইন্টার্ন চিকিৎসক ডা. লিডিয়া রুত বিশ্বাস ও ডা. রিজভীয়া জাহান সীমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের বলেন, নবজাতকটি উদ্ধার হওয়ার পরে লিখিতভাবে আশুলিয়া থানায় জানানো হয়েছিল। পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক দিপু এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান।

এদিকে নবজাতক উদ্ধার হওয়ার বিষয়টি চারদিকে জানাজানি হলে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ মাসের ৩ তারিখে কৃষিবিদ বজলুর রহমানের আবেদনের ভিত্তিতের তার বাসা পরিদর্শন করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক বিষয় বিবেচনা করে কৃষিবিদ বজলুর রহমানের নিকট নবজাতকটি দত্তক দিতে একমত পোষণ করেন।

তিনি আরও বলেন, কৃষিবিদ বজলুর রহমান সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ডেন্ডাবর এলাকার বাসিন্দা। তার স্ত্রী সাফিয়া ইসলাম পেশায় একজন ইংরেজি শিক্ষক। তারা উচ্চ শিক্ষিত এবং নিজস্ব বাসা হওয়ায় নবজাতকটির উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ এ দম্পতিকেই নির্বাচন করেছেন।

উল্লেখ্য, গত ১১ মে সকালে আসিফ হোসেন নামের এক ইট-বালু ব্যবসায়ী নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে রেখে যান। নবজাতকটি এতোদিন হাসপাতালের গাইনী বিভাগের তত্ত¡াবধানেই ছিল। এসময় নবজাতকটিকে গাইনি বিভাগের একাধিক সদ্য মা হওয়া মহিলাদের বুকের দুধ পান করানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়