শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এস-৪০০ কিনলে এফ-৩৫ প্রকল্প থেকে বাদ পড়বে তুরস্ক, চিঠি পেন্টাগনের

রাশিদ রিয়াজ : পেন্টাগন সাফ জানিয়ে দিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ কিনলে এফ-৩৫ জঙ্গি বিমান নির্মাণে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগ থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাদের নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার জন্যে তুরস্ককে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে। কিন্তু এ চাপ উপেক্ষা করে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে এবং তা আগামী দুই মাসের মধ্যে দেশটিতে পৌঁছে যাবে। এমনকি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবহারে তুরস্কের জনবলকে প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। আল-জাজিরা/আরটি/ইয়েনিসাফাক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান তুরস্ককে লেখা এক পত্রে সাফ বলে দিয়েছেন এস-৪০০ কিনলে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গি বিমান নির্মাণের যৌথ উদ্যোগ থেকে বাদ দিবে ওয়াশিংটন। এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে আগামী ৩১ জুলাই শেষ সময় বেঁধে দিয়েছে পেন্টাগন। এফ-৩৫ বিমান চালাতে তুরস্কের যেসব বৈমানিককে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র তাও বন্ধ করে দেয়া হবে। বর্তমানে তুরস্কের ৪২ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। নতুন করে তুরস্কের আর কোনো বৈমানিককে প্রশিক্ষণ না দেয়ার কথাও ওই চিঠিতে জানিয়ে দেয়া হয়েছে।

একই সঙ্গে আগামী ১২ই জুন এফ-৩৫ নিয়ে যে বৈঠক বসতে যাচ্ছে তাতেও তুরস্ককে আমন্ত্রণ জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যেসব তুর্কি পাইলট যুক্তরাষ্ট্রে এফ-৩৫ জঙ্গিবিমানের প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও বহিষ্কার করা হবে।
তুরস্ক শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এ বিরোধিতা প্রত্যাখ্যান করে এসেছে। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি থেকে আর পিছিয়ে আসা সম্ভব নয় কারণ এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানসহ আকাশপথে আসা যেকোনো হুমকি শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করে দেয়া সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়