 
    
রাশিদ রিয়াজ : দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান কৃষকদের ধানের নায্য দাম নিশ্চিত করতে ও লোকসান পুষিয়ে নিতে ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে বলেছেন, উৎপাদন পর্বে কৃষক যেন তার মূল্যের অন্তত ৫০ ভাগ পায়, এটি নিশ্চিত করতে একটি মেকানিজম উদ্ভাবন জরুরি। এজন্যে আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন জরুরি।রাষ্ট্রের ব্যবস্থা যথাযথভাবে কাজ করতে পারে না বলে কৃষক পর্যায়ে ধান কিনতে দেরি হয়ে যায়।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় ডিবিসি’তে ‘সংবাদ সম্প্রসারণ’ অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় তার সঙ্গে অংশ নেন দৈনিক অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি।
আধুনিক সাংবাদিকতার পথিকৃত নাঈমুল ইসলাম খান বলেন, ঋণের মওকুফ পরিশোধ করা বা তাৎক্ষণিক কৃষকদের জন্যে সরাসরি সহায়তা করার একটি প্রক্রিয়া বের করা উচিত। সরকার চাইলে কৃষকদের অ্যাকাউন্টে বা মোবাইল এ্যাকাউন্টে মানবিক প্রত্যাশা অনুযায়ী সরাসরি সহায়তা পাঠাতে পারে।কিন্তু এক্ষেত্রে ছলছাতুরি ও মধ্যস্বত্বভোগীদের কারণে সহায়তা দেয়া সম্ভব হয় না। এজন্যে রাষ্ট্রের বড় একটা উদ্যোগ নেয়া প্রয়োজন।
বিস্তারিত আসছে..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
