শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ বাড়িতে ঈদ করতে পারলেন না কোটা সংষ্কার আন্দোলনের নেতা রাশেদ

ঝিনাইদহ প্রতিনিধি : কোটা সংষ্কার আন্দোলনের নেতা রাশেদ খাঁনকে জামার কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে টেনে হেঁচড়ে লাঞ্চিত করে থানায় নিয়ে যাওয়ার পর তাকে পুলিশ প্রহরায় ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরে জেএফসি রেস্টুরেন্টে ইফতার করতে বসলে কিছু যুবক তাকে কলার ধরে থানার নিয়ে যায়।

পুলিশ বলছে কে বা কারা রাশেদকে থানায় দিয়ে গেছে। তাকে রাশেদকে আটক করা হয়নি। নিজ বাড়িতে ঈদ করতে আসা রাশেদ নিরাপত্তার অভাববোধ করায় তিনি আবার ঢাকায় ফিরে গেছেন। রাশেদ খাঁন ঝিনাইদহ পৌর এলাকার মুরারিদহ গ্রামের নবাই বিশ্বাসের একমাত্র পুত্র। ঝিনাইদহ সদর থানায় অবস্থানকালে রাশেদ খাঁন মোবাইলে জানান, তিনি ঈদ উৎযাপন করতে বাড়িতে এসেছেন। সোমবার বিকালে স্ত্রী রাবেয়া আক্তারকে নিয়ে শহরে কেনাকাটা করতে আসেন।

ইফতারের সময় হলে তারা জেএফসি নামের একটি রেস্টুরেন্টে ইফতারের জন্য বসেন। এ সময় বেশ কয়েকজন যুবক এসে তার জামার কলার চেপে ধরেন। এরপর তারা শার্টের কলার চেপে ধরে ধাক্কাতে ধাক্কাতে থানার দিকে নিয়ে যান। এক পর্যায়ে থানার মধ্যে ঢুকে পড়েন। এরই মধ্যে থানায় ছুটে আসেন তার বাবা নবাই বিশ্বাসসহ পরিবারের অন্যরা। প্রায় ১ ঘন্টার এই অবস্থা চলার পর রাশেদ ও তার পরিবারের সদস্যদের দুইটি মাইক্রোবাসে করে থানার বাইরে বের করা হয়।

এ সময় তাদের সঙ্গে কয়েকজন পুলিশও ছিল। রাশেদ খাঁন অভিযোগ করেন, তার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। তিনি একজন আওয়ামীলীগ নেতারও নাম বলেন। বাইরে বের হলে তারা হামলা করতে পারে এই আশংকায় তিনি পুলিশের সহযোগিতায় বের হয়ে ঢাকার পথ ধরেন। তিনি নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে না পারার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়