শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ০২ জুন, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান প্রফেসর সালাম

মাহফুজ নান্টু: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান করা হয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুস সালামকে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়াকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ করা হয়েছে। এদিকে দায়িত্ব শেষ হওয়ার পূর্বে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহাকে বিশেষ কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) বদলির আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ বদলি আদেশ দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাধিক সূত্রে জানা যায়, বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার চলতি বছরের নভেম্বর মাসে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকস্মিক বদলি করা হয় তাকে। শিক্ষক-শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহার, নারী কেলেঙ্কোরির অভিযোগে হলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষককে পুনরায় কলেজের ছাত্রীনিবাসের সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রদান, হলসহ বিভিন্ন স্থানে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বপ্রদানে একক সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন সংগঠনের মাধ্যমে পদক বাণিজ্য এবং মসজিদ ফান্ডের টাকার হিসেব সঠিকভাবে সংরক্ষণ না করাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে তাকে অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা ভারতে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করে প্রফেসর আব্দুস সালাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পেরেছি যে আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লার চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, আমার এ পদোন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব আমার উপর আস্থা রেখেছেন বলে আমি আনন্দিত আমি কৃতজ্ঞ।

প্রফেসর আবদুস সালাম আশাবাদ ব্যক্ত করে বলেন,আমিও সর্বোচ্চ চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখবো। আর অবশ্যই সকলের সহযোগীতায় অতিতের চেয়ে ভবিষ্যতে কুমিল্লা শিক্ষাবোর্ডের সার্বিক কার্যক্রম আরো উন্নতির পথে নিয়ে যাওয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়