শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুর ৬৯ ভাগ কাজ শেষ, চলতি মাসেই বসছে আরো ২ স্প্যান

হ্যাপি আক্তার : আগামী মাসের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর সবগুলো পিলারে খুঁটি বসানোর কাজ। এখন পর্যন্ত সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো কাজ শেষ হয়েছে ২৫টির। এছাড়া চলতি মাসে সেতুতে ২টি স্থায়ী স্প্যান বসানোর কথা রয়েছে বলে জানিয়োছন প্রকল্প পরিচালক। সময় টেলিভিশন।

শুরুতে নকশা জটিলতাসহ নানা কারণে কাজে ধীরগতি থাকলেও এখন অনেকটাই দ্রুত এগুচ্ছে পদ্মা সেতুর কাজ। পুরো কাজ শেষ হওয়া পিলারগুলোতে একটির পর একটি যোগ হচ্ছে স্প্যানও। দুই প্রান্ত মিলিয়ে এখন দৃশ্যমান প্রায় ২ কিলোমিটার।

তবে এ কাজে নতুন মাত্রা আসতে যাচ্ছে মধ্য জুলাইয়ে। সেতুর ৪২টি পিলারের ২৯৪টি খুঁটির মধ্যে ২৩৬টি পুরো এবং ১৬টির অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকী খুঁটিগুলোর কাজ শেষ করতেও এখন কোনো জটিলতা নেই।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ২৬টি পিলার বসানো হয়ে গেছে। প্রতি মাসেই আরো একটা দুইটা করে হতে থাকবে।

খুঁটি বসানোর কাজ শেষে এগুলোর উপরের অংশে রড সিমেন্টের ঢালাই দেয়া হলেই আকৃতি পাবে এক একটি পূর্ণাঙ্গ পিলার। এ কাজে সময় লাগবে আরো দুই মাসের মতো। পুরো প্রকল্পের কাজের মধ্যে নদীতে খুঁটি বসানো সবচে কঠিন বলে এটি শেষ হলেই সেতুর কাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এখন পর্যন্ত মূল সেতুর কাজ ৭৮ শতভাগ, নদী শাসনের কাজ ৫৭ শতভাগ এবং সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৯ ভাগ। সম্পাদনা : এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়