শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের কাছে ক্ষমা চাইলেন রেলপথমন্ত্রী

হ্যাপি আক্তার : ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের কাছে ক্ষমা চাইলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সময় টিভি।

শুক্রবার (৩১ মে) সকালে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গেও কথা বলেন। তিনি দাবি করেন, যাত্রীরা নিরাপদে ও আনন্দে বাড়ি যাচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না।

ঈদযাত্রার প্রথম দিনেই শুরু হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। উত্তরবঙ্গের ট্রেনের এই শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সকাল ৬ টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটি সোয়া ৮টায় স্টেশন ছাড়ে। উত্তরবঙ্গের আরেকটি ট্রেন রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি দুপুর ১ টার পরে ছেড়ে যাবে। আরেক ট্রেন লালমনি এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা দেরি করবে বলে স্টেশন সূত্র জানিয়েছে।

শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ৩৭টি আন্তঃনগর ট্রেন। এরমধ্যে উত্তরবঙ্গের ট্রেনের সিডিউল বিপর্যয় বেশি দেখা যাচ্ছে। সব ট্রেন মিলিয়ে দিনে ৩০ হাজার টিকিট মোবাইলে অনলাইন ও কাউন্টারে বিক্রি হয়েছে।

দিনের শুরুতে ট্রেনে ভিড় না থাকলেও দিন শেষে সন্ধ্যার ট্রেনগুলোতে ব্যাপক ভিড় হতে পারে বলে মনে করছে রেলস্টেশন কর্তৃপক্ষ। এই ভিড় ৩ জুন পর্যন্ত থাকবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

ট্রেনের দেরির কারণ হিসেবে স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনগুলো দেরি করে আসার কারণে কমলাপুর স্টেশন থেকে ছাড়তেও দেরি করছে।

ঈদযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পৃথক কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসব কন্ট্রোল রুমে সার্বক্ষণিক কর্মকর্তা রাখা হয়েছে। এ ছাড়া ঈদের স্পেশাল ট্রেন সার্ভিস আজ শুক্রবার থেকে যাত্রা শুরু করছে। এসব ট্রেনের ২০ শতাংশ যাত্রী দাঁড়িয়ে যাওয়ার টিকিট পাবেন।

কন্ট্রোল রুম : বিআইডব্লিউটিএর কন্ট্রোল রুমের হটলাইন নম্বর হচ্ছে ০১৪০০-১৫০১৫০। ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ করে নম্বর ০২৯৫৮২৩০৬। ঢাকাস্থ বিআরটিএ’র সদর কার্যালয় নিয়ন্ত্রণ করে টেলিফোন নম্বর ৫৫০৪০৭৩৭ ও মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়