শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ নিরাপত্তায় কৌশলী পরিবর্তন, ইন্টেলিজেন্স পুলিশিংয়ের ওপর জোর দেয়া হচ্ছে, বললেন পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান

মঈন মোশাররফ : এক মাসের ব্যবধানে পুলিশের ওপর দুইদফা সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটেকারণে এবারের ঈদে নিরাপত্তায় পরিবর্তন এসেছে। বড় মার্কেট ও স্থাপনার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সাঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার সমন্বয় হচ্ছে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার ডয়চে ভেলেকে জানান, আমরা এবার নিরাপত্তা কৌশলে প্রয়োজন অনুযায়ী বারবার পরিবর্তন এনেছি। বড় বড় মার্কেট এবং স্থাপনায় যে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা আছে, তার সঙ্গে আমাদের পুলিশের নিরাপত্তার সমন্বয় করছি। তাদের নিজস্ব নিরাপত্তা আমরা পর্যবেক্ষণ করে পরামর্শও দিচ্ছি, বিশেষ করে এই সময়ে নতুন সিকিউরিটি সদস্য এবং দোকানে নতুন কর্মচারী নিয়োগ না করার জন্য বলেছি। আগের যারা আছেন, তাদের সব তথ্য আপডেট করা হয়েছে।

তিনি আরো বলেন, ঠিক ঈদের আগে পরে এবং ঈদের দিনের নিরাপত্তায় আমরা ইন্টেলিজেন্স পুলিশিংয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি। তাই এবার দৃশ্যমান পোশাকে পুলিশ আর সাদা পোশাকে পুলিশ এবং গোয়েন্দাদের সংখ্যা প্রায় সমান হবে। গোয়েন্দা তথ্যের ওপর কাজ করে তার ভিত্তিতে পুলিশ মুভমেন্টের ওপর জোর দেয়া হয়েছে। আমরা এবার সিসি ক্যামেরায় পুরো শহরের পরিস্থিতি মনিটর করছি। রাজধানীর প্রবেশপথগুলো ছাড়াও গুরুত্বপ‚র্ণ এলাকায় আমাদের নিজস্ব সিসি ক্যামেরা সক্রিয় আছে। এছাড়া কোথায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সিসি ক্যামেরা আছে তার তালিকাও আছে আমাদের কাছে।

তিনি জানান, এবার পরিস্থিতি বিবেচনা করেই নিরাপত্তায় কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। আবার প্রয়োজনে পরিবর্তনও করা হচ্ছে। তবে সাধারণ বাড়ি-ঘরের নিরাপত্তায় আগের মতোই নির্দেশনা রয়েছে পুলিশের। অপরদিকে নগরবাসীকে নিজস্ব নিরাপত্তার ওপর জোর দেয়ার পাশাপাশি প্রয়োজনে পুলিশের সহায়তা চাইতে বলা হয়েছে । সম্পাদনায়: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়