শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পড়া না পারায় শিক্ষার্থীকে ঘাস খেতে বাধ্য করলেন শিক্ষক

সাজিয়া আক্তার : পাকিস্তানের পাঞ্জাবের লুধরান জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় একজন শিক্ষার্থীকে ঘাস খেতে বাধ্য করলেন একজন স্কুল শিক্ষক।সোমবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। বাংলা রির্পোট

৭ বছর বয়সি ওই শিক্ষার্থীকে তার সহপাঠীদের সামনে পড়া বলার জন্য আদেশ করেন ক্লাস শিক্ষক। পাশাপাশি পড়া না পারলে তাকে ঘাস খেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওই ঘটনার ভিডিও ক্লিপ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, বাচ্চা ছেলেটি পড়া বলতে না পারায় তাকে ঘাস খেতে বাধ্য করছেন শিক্ষক।

শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আসগর জানান, ওই শিক্ষকের নাম হামিদ রেজা। তিনি চুক্তিভিত্তিতে ওই স্কুলে শিক্ষার্থীদের পড়ানোর কাজ করছিলেন। অবশ্য তিনি আরো জানান, হামিদ রেজা তাদের আত্মীয়। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সন্তানকে ঘাস খাওয়ানোর বিষয়টি কৌতুক হিসেবেই নিচ্ছেন।

শাস্তি পাওয়া শিশুটির পিতা আরো জানান, বিষয়টি আদালতে উঠলেও তিনি শিক্ষককে ক্ষমা করে দেবেন। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করার জন্য তার বাসায় তল্লাশি চালিয়েছে। তবে সেসময় তিনি বাসায় ছিলেন না।

এদিকে জেলা পুলিশ কর্মকর্তা মালিক জামিল জাফর এই বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তদন্তের পর পুলিশ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

অবশ্য লুধরান জেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক জানান, তিনি এই বিষয়টি নিজেই দেখছেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়