শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পড়া না পারায় শিক্ষার্থীকে ঘাস খেতে বাধ্য করলেন শিক্ষক

সাজিয়া আক্তার : পাকিস্তানের পাঞ্জাবের লুধরান জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় একজন শিক্ষার্থীকে ঘাস খেতে বাধ্য করলেন একজন স্কুল শিক্ষক।সোমবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। বাংলা রির্পোট

৭ বছর বয়সি ওই শিক্ষার্থীকে তার সহপাঠীদের সামনে পড়া বলার জন্য আদেশ করেন ক্লাস শিক্ষক। পাশাপাশি পড়া না পারলে তাকে ঘাস খেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওই ঘটনার ভিডিও ক্লিপ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, বাচ্চা ছেলেটি পড়া বলতে না পারায় তাকে ঘাস খেতে বাধ্য করছেন শিক্ষক।

শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আসগর জানান, ওই শিক্ষকের নাম হামিদ রেজা। তিনি চুক্তিভিত্তিতে ওই স্কুলে শিক্ষার্থীদের পড়ানোর কাজ করছিলেন। অবশ্য তিনি আরো জানান, হামিদ রেজা তাদের আত্মীয়। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সন্তানকে ঘাস খাওয়ানোর বিষয়টি কৌতুক হিসেবেই নিচ্ছেন।

শাস্তি পাওয়া শিশুটির পিতা আরো জানান, বিষয়টি আদালতে উঠলেও তিনি শিক্ষককে ক্ষমা করে দেবেন। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করার জন্য তার বাসায় তল্লাশি চালিয়েছে। তবে সেসময় তিনি বাসায় ছিলেন না।

এদিকে জেলা পুলিশ কর্মকর্তা মালিক জামিল জাফর এই বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তদন্তের পর পুলিশ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

অবশ্য লুধরান জেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক জানান, তিনি এই বিষয়টি নিজেই দেখছেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়