শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুদাপেস্টের দানিউব নদীতে পর্যটন নৌকা ডুবে কমপক্ষে ৭ জনের প্রাণহানি, ১৯ জন নিখোঁজ

শাহনাজ বেগম : হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দানিউব নদীতে বুধবার নৌকার সঙ্গে ধাক্কা লেগে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। বিবিস, সিএনএন, রয়টার্স

নৌকাটিতে দক্ষিণ কোরিয়ার ৩০জন পর্যটক ছিলো বলে এমটিআই নিউজ এজেন্সি জানায়। দানিউব নদিটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী ¯্রােতের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মারমেইড বা মৎস্যকন্যা নামের পর্যটনবাহী নৌকাটি ২০০৩ সাল থেকে অসংখ্য পর্যটক নিয়ে চলাচল করে। ওই নৌকায় দুইটি ডেকে প্রায় ৪৫জনের ধারণ ক্ষমতা রয়েছে। প্যানোরমা ডেক থেকে নৌকাটি যাত্রার সময় তেমন কোন ত্রুটি ছিল না জানিয়ে ডেকের মুখপাত্র বলেন নৌকাটি চলাচলের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তি ঠিকমত রক্ষণাবেক্ষণ করা হত।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এখনও ১৯ জন নাগরিক নিঁখোজ রয়েছে। দেশটির সরকার ওই কর্মকর্তাদের হাঙ্গেরি পাঠানোর পরিকল্পনা করেছিল।

নদীর কয়েক কিলোমিটার পর্যন্ত নৌকা, ডুবুরি, স্পটলাইট এবং রাডার স্ক্যানিংসহ বৃহস্পতিবার পর্যন্ত নিঁখোজ যাত্রীদের উদ্ধার অভিযান চালানো হয়। তবে উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, যত বেশি সময় পার হচ্ছে ততই শক্তিশালী স্রোতের টানে নিঁখোজদের আরো গভীরে টেনে নেয়ার আশঙ্কা রয়েছে। নিঁখোজ যাত্রীদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ। জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস বুদাপেস্টের অনুসন্ধান কেন্দ্রস্থলে প্রস্তুত রাখা হয়েছে এবং দানিউব নদীর দক্ষিণাঞ্চলে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়